শিলিগুড়ি: শিলিগুড়িতে (Siliguri) ভয়াবহ দুর্ঘটনা (Accident)। বৃহস্পতিবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ভরা বাজারে ঢুকে পড়ল পাথর বোঝাই ডাম্পার! সজোরে ধাক্কা মারে ফলের দোকানে! দুর্ঘটনায় মৃত্যু (Death Toll in Accident ) হয়েছে তিন জনের। জখম হয়েছেন বেশ কয়েকজন। আজ রাত সাড়ে নটা নাগাদ জলপাইগুড়ি জেলার জল্পেশ্বরী বাজারে এই দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন ৬ জন। শিলিগুড়ি জেলা হাসপাতালে (Siliguri zila Hospital) ভর্তি আহতরা। তাঁদের চিকিৎসা চলছে।  শিলিগুড়ি শহরের বাইপাস লাগোয়া জল্পেশ্বরী বাজার। স্থানীয় সূত্রে খবর, একটি পাথর বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে একটি ফলের দোকানে ধাক্কা মারে। জল্পেশ্বরী বাজার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আওতাভুক্ত।


সম্প্রতি নাগেরবাজার (Nagerbazar) ফ্লাইওভারে (Flyover) ভয়াবহ দুর্ঘটনা ঘটে। উল্টোদিক থেকে আসা বেপরোয়া স্করপিওর ধাক্কায় (Scorpio) উড়ালপুল থেকে নিচে পড়ে মৃত্যু হয় বাইক আরোহী মহিলার।  ফ্লাইওভার থেকে ২৫ ফুট নিচের রাস্তায় পড়ে মৃত্যু হয় মহিলার। তাঁর স্বামীর অবস্থা আশঙ্কাজনক। অভিযোগ মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন স্করপিওর চালক। যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত। 


এ দিন বিকেল সাড়ে তিনটে নাগাদ নাগেরবাজার ফ্লাইওভারে (Nagerbazar Flyover) ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। উল্টোদিক থেকে আসা বেপরোয়া স্করপিওর ধাক্কা মারে বাইককে। প্রচণ্ড ধাক্কায় উড়ালপুল থেকে নিচে পড়ে যান বাইক আরোহী মহিলা। তাঁর স্বামীও গুরুতর আহত হন। 


সেখান থেকে গুরুতর জখম অবস্থায় ওই মহিলা ও তাঁর স্বামীকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।  জানা গেছে, হাতপাতালে মহিলার মৃত্যু হয়। তাঁর শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর আঘাত লাগে। প্রবল রক্তক্ষরণের জেরে হাসপাতালে চিকিৎসা শুরুর অল্প সময়ের মধ্যেই তাঁর মৃত্যু হয়।


জানা গেছে, ওই মহিলার স্বামীর অবস্থাও আশঙ্কাজনক। তাঁকেও স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে  তাঁকে  আরজি কর হাসপাতালে (RG Kar Hospitl) স্থানান্তরিত করা হয়েছে। তিনি এই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।


স্থানীয় সূত্রে খবর,কেষ্টপুর থেকে বিমানবন্দরের দিকে বেপরোয়া ভাবে যাচ্ছিল একটি স্করপিও। বিমানবন্দরের (Kolkata Airpor) দিক থেকে বাইকে নিজের স্ত্রীকে নিয়ে আসছিলেন এক ব্যক্তি।দ্রুত গতিতে আসা স্করপিও, দম্পতির বাইকে ধাক্কা মারে। ফ্লাইভার থেকে নীচ ছিটকে পড়েন, বাইকের পিছনে বসা দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা বিউটি বিশ্বাস।তাঁর স্বামী অসীম বিশ্বাস, একাধিক জায়গায় আঘাত পান।


স্করপিও ধাক্কায় বাইকের কোনও অংশ আর আস্ত ছিল না।চোখের সামনে মহিলার আর্তনাদ, শিউরে উঠেন এলাকার বাসিন্দারা। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আমাদের সামনে প্রচণ্ড একটা আওয়াজ হল। এগিয়ে দেখি এক ভদ্রমহিলা নিচে পড়ে আছেন। মাথায় হেলমেট পরা। আমরা টোটোয় তুলে হাসপাতালে নিয়ে যাই হাঁটু পুরো ভাঙা, জ্ঞান ছিল।