কলকাতা: পয়লা বৈশাখের আগে চড়কের মেলা হয় অনেক জায়গাতেই। সেই চড়কেই পুণ্যার্থীদের উপর হামলার অভিযোগ উঠল। শিলিগুড়ির জ্যোতিনগরে চড়কের পুণ্যার্থীদের ওপর দুষ্কৃতী হামলার অভিযোগ উঠেছে। 

শুধু পুণ্যার্থীদের উপরই নয়, বাড়িঘর ভাঙচুর, মারধরেরও অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত হয়েছেন ২ জন। এর আগে শনিবার শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডে মহানন্দা নদীর ঘাটে পুজো দিতে যাওয়া পুণ্যার্থীদের ওপর মত্ত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। ২ জন গুরুতর জখম হন। তাঁদের শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। 

অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় গতকাল শিলিগুড়ি থানার সামনে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পুলিশকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন বিজেপি বিধায়ক। এমনকী অভিযুক্তরা গ্রেফতার না হলে অনির্দিষ্টকালের জন্য থানার সামনে অবস্থান বিক্ষোভের হুঁশিয়ারি দেন বিজেপি বিধায়ক।এদিন ঘটনাস্থলে যান শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর।