সন্দীপ সরকার, কলকাতা: আরও একটা আধুনিক চিকিত্‍সা গবেষণাকেন্দ্র পেতে চলেছে রাজ্য (West Bengal)। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের (Uttarbanga Medical College Hospital) একটা অংশে তৈরি হচ্ছে, মাল্টি ডিসিপ্লিনারি রুরাল হেলথ রিসার্চ ইউনিট। উত্তরবঙ্গের চিকিত্‍সা পরিকাঠামোর জন্য যা অতন্ত্য গুরুত্বপূর্ণ, বলছেন বিশেষজ্ঞরা। 


কাটল জটিলতা: ৬ বছর পর কাটল জটিলতা। অবশেষে রাজ্যে তৈরি হতে চলেছে চিকিত্‍সা গবেষণা সংস্থা নাইসেডের দ্বিতীয় কেন্দ্র। যদিও এর পোশাকি নাম মাল্টি ডিসিপ্লিনারি রুরাল হেলথ রিসার্চ ইউনিট। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের একটা অংশেই এই চিকিত্‍সা গবেষণা কেন্দ্র তৈরি হতে চলেছে। ২০১৪ সালে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চিকিত্‍সা গবেষণা প্রতিষ্ঠান খোলার উদ্যোগ নেয় কেন্দ্রীয় সরকার।


উদ্দেশ্য ছিল, প্রযুক্তিকে ব্যবহার করে গ্রামীণ এলাকাগুলোতে উন্নত ধরণের স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করা। ঠিক হয়, পরিকাঠামো তৈরি করতে ৫ কোটি টাকা অনুদান দেবে কেন্দ্রীয় সরকার। গবেষণা প্রতিষ্ঠানের জন্য জায়গা দিতে হবে রাজ্য সরকারকে। এই প্রকল্পের জন্য দেশের ২৮টি জায়গা চিহ্নিত করে স্বাস্থ্যমন্ত্রক। তার মধ্যে একটি উত্তরবঙ্গ। অভিযোগ, ২০১৭ সালে কেন্দ্র প্রাথমিকভাবে ১ কোটি টাকা পাঠালেও, রাজ্য সরকার জায়গা চিহ্নিত না করায় এতদিন থমকে ছিল এই প্রকল্প।


গবেষণা প্রতিষ্ঠান তৈরির সিদ্ধান্ত: অবশেষে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের একটা অংশে এই গবেষণা প্রতিষ্ঠান তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত জানান ‘রাজ্য সরকারের থেকে জায়গা পেয়েছি আমরা। কেন্দ্র সরকারের দেওয়া দেড় কোটি আমাদের অ্যাকাউন্টে আছে। আগের টাকা খরচ হলেই কেন্দ্রের থেকে আবার ফান্ড পাব।’ কেন্দ্র সরকারের সহয়যোগিতায় পরিকাঠামো তৈরি হলেও এই প্রতিষ্ঠান চালাবে রাজ্য স্বাস্থ্য দফতর। মেন্টর হিসেবে থাকবে আইসিএমআর। 


উত্তরবঙ্গের জন্য এই গবেষণা প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম। বলছেন উত্তরবঙ্গে কর্মরত জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, কাজলকৃষ্ণ বণিক উত্তরবঙ্গের পাহাড় নদী জঙ্গল- পতঙ্গবাহিত রোগ লেগেই আছে। কোন রোগ কেন হয় চিকিত্‍সকরা জানতে পারলে উত্তরবঙ্গেই গবেষণা হলে চিকিত্‍সকদের জন্য সুবিধা হবে)


২০১৬ সালে নাইসেড এই প্রকল্প শুরুর উদ্যোগ নিলেও, তা বাস্তবায়িত হতে প্রায় ৬ বছর লেগে গেল। এ বিষয়ে স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগীর মন্তব্য, কেন দেরি হয়েছে বলতে পারব না। তবে জায়গা যখন পাওয়া গিয়েছে, দ্রুত কাজ শুরু হবে।