বাচ্চু দাস, শিলিগুড়ি: শিলিগুড়িতে পুরসভার পানীয় জলে দূষণ (Polluted Drinking Water)। শিলিগুড়ি পুরসভার জল এখন খাবেন না, বললেন খোদ মেয়র। ২ জুন পর্যন্ত শিলিগুড়ি পুরসভার সরবরাহ করা জল খাবেন না, আবেদন মেয়রের। ১৫-১৬ দিন ধরে কেন বিষয়টি গোপন করে রেখেছিল শিলিগুড়ি পুরসভা? প্রশ্ন বিজেপি বিধায়কের (BJP MLA)।


'মেয়রের অযোগ্যতাতেই  শিলিগুড়িবাসী ১৫ দিন ধরে বিষপান করলেন'


গত ১৫ দিন ধরে শিলিগুড়ি পুরসভার সরবরাহিত জলে ভয়ঙ্কর দূষণ ছড়িয়েছে। তাই এই জল পান না করার জন্য আবেদন জানালেন মেয়র গৌতম দেব। অভিযোগ উঠেছে, মেয়রের অযোগ্যতাতেই  শিলিগুড়িবাসী ১৫ দিন ধরে বিষপান করলেন। বুধবার  পুরসভায় সাংবাদিক সম্মেলন করে মেয়র জানান,'প্রায় গত ১৫ দিন ধরে যে পানীয় জল সরবরাহ করা হয়েছে, তা দূষিত। তাই এই জল যেন এখন থেকে আর কেউ পান না করেন। এই ঘটনার জন্য তিনি শহরবাসীর কাছে মার্জনা চেয়েছেন। 


'রিপোর্টে বলা হয়েছে এই জল দূষিত, অক্সিজেনের মাত্রা অস্বাভাবিক হারে কম'


গজলডোবায় তিস্তার বাঁধ মেরামতের জন্য চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শিলিগুড়িতে জল সরবরাহ বন্ধ হয়ে যাওয়া।  কিন্তু শহরবাসীকে জলকষ্ট থেকে নিষ্কৃতি দিতে মহানন্দার জল দিয়ে জল প্রকল্প চালু রাখা হয়। মেয়র গৌতম দেব বলেন৷  কলকাতায় জলের নমুনা পাঠানো হয়েছিল রাজ্য জনস্বাস্থ্য কারিগরী দফতর থেকে। আমাদের কাছে যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টে বলা হয়েছে এই জল দূষিত। অক্সিজেনের মাত্রা অস্বাভাবিক হারে কম। যা থেকে নানা ধরণের সমস্যা হতে পারে। এই জল অন্য কাজে ব্যবহার করুন। পান করবেন না। 


হঠাৎ করে পেটে ব্যথা এবং বমি


গত দুই সপ্তাহ ধরে হঠাৎ করে পেটে ব্যথা এবং পেটের নানা সমস্যার সঙ্গে বমি ও পাতলা পায়খানা হচ্ছে।  শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসা করতে এসে বলেন বাইপাসের জবা রায়। প্রশ্ন তোলেন তিনি। শিলিগুড়ি শহরের মানুষ আতঙ্কিত। দূষিত জল পান করার কারণে পাশাপাশি নতুন আতঙ্ক তৈরি হয়েছে। পানীয় জলের সমস্যার সমাধান কীভাবে হবে ?  মেয়র বলেন, জনসাস্থ্য কারিগরী দফতর থেকে পাড়ায় পাড়ায় জলের পাউচ বিলি করা হবে। বিজেপির শংকর ঘোষ বলেন,'মেয়রের অযোগ্যতাতে এই জিনিস ঘটেছে । শিলিগুড়ি মানুষ আজ ভয়ংকর ঝুঁকির মধ্যে রয়েছে।'


আরও পড়ুন, বঙ্গে কবে ঢুকবে বর্ষা? জানাল আবহাওয়া দফতর


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)