সৌমিত্র কুমার রায়, কলকাতা: আগামী ৬ জুন কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্য়তা অর্জন পর্বের ম্য়াচে খেলতে নামবে ভারতীয় দল (Indian Football Team)। দেশের জার্সিতে শেষবার সেই ম্য়াচ খেলতে নামবেন সুনীল ছেত্রী (Sunil Chetri)। আর সেই ম্য়াচ খেলতেই কলকাতায় পা রাখলেন সুনীল ছেত্রী ও ভারতীয় দল। গত ১৬ মে সোশ্য়াল মিডিয়ায় ভিডিও পোস্টে নিজের অবসরের কথা ঘোষণা করেছিলেন সুনীল। যুবভারতী ক্রীড়াঙ্গনে শেষ ম্য়াচ খেলতে নামবেন। এআইএফএফের (All India Football Federation) তরফে সেদিনের জন্য অনেক পরিকল্পনা করা হয়েছে। এদিন বিমানবন্দরেও সুনীলকে বরণ করে নিতে উপস্থিত ছিলেন প্রায় ৫০০-র বেশি সমর্থক। হাতে জাতীয় পতাকা ও সঙ্গে সুনীলের দীর্ঘ কেরিয়ারের বিভিন্ন স্মরণীয় মুহূর্তের ছবি। প্রত্য়েকেই সুনীল সুনীল বলে চিৎকার করতে থাকেন বিমানবন্দরে। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কর্মকর্তারাও।
এদিন বিমানবন্দর থেকে প্রথমে বেরিয়ে আসেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ। তাঁকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেয় ফেডারেশনের কর্তারা। আজ কোনও অনুশীলনে নামবে না দল। জে ডব্লিউ ম্য়ারিয়টে উঠছে দল। বিমানবন্দর থেকে যখন সুনীল ও ভারতীয় দল বেরিয়ে যায়, তখন গোলাপের পাপড়ি বৃষ্টি হয়। আগামীকাল থেকে অনুশীলনে নামার কথা গোটা শিবিরের। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে যে ম্য়াচের দিন কিছু পরিকল্পনা রয়েছে ভারতীয় ফুটবলের কিংবদন্তিকে দুর্দাভাবে বিদায়ী সংবর্ধনা দেওয়ার। সেক্ষেত্রে গ্যালারির প্রতিটা দর্শকের হাতে সুনীলের মুখোস তুলে দেওয়া হতে পারে। এছাড়াও হয়ত সেদিন ড্রোন দিয়ে পুস্পবৃষ্টির পরিকল্পনাও রয়েছে মাঠে।
উল্লেখ্য, ২০০৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ফুটবলে অভিযান শুরু করেছিলেন সুনীল। যার শেষটা হতে চলেছে আগামী ৬ জুন। ক্লাব ফুটবলে ইস্টবেঙ্গল, মোহনবাগানে খেলেছেন। আন্তর্জাতিক ফুটবল সক্রিয় ফুটবলারদের মধ্যে তৃতীয় সর্বাধিক গোলের মালিক। ভারতীয় ফুটবলের কিংবদন্তিই মানা হয় তাঁকে। আর এমন একজনের শেষ খেলা দেখতে তো যেতেই হবে, তাই না? সুনীল ছেত্রীর শেষ আন্তর্জাতিক ম্য়াচ আপনি যদি দেখতে চান, তবে কিন্তু খুব বেশি টাকা খরচ করতে হবে না আপনাকে। টিকিটের জন্য ন্যূনতম মূল্য ধার্য করা হয়েছে ১০০ টাকা। এছাড়াও ১৫০, ২০০, ২৫০, ৩৫০ টাকার টিকিটও রয়েছে। টিকিটের মূল্য ১০০০ টাকা। বুক মাই শো অ্যাপে টিকিট পাওয়া যাচ্ছে। যদিও আর বেশি টিকিট হয়ত নেই।