সনৎ ঝা, দার্জিলিং: পুরভোটে বাম-কংগ্রেসের ( Left - Congress ) জোট হয়নি। হয়নি সমঝোতাও। তবে শিলিগুড়িতে (Silliguri) কংগ্রেসের মিছিলে পা মেলালেন দুই সিপিএম নেতা। এমনকী ভোটের পরে প্রয়োজনে সমঝোতার ঘোষণাও করে রাখলেন তাঁরা। একই কথার প্রতিধ্বনি কংগ্রেসের গলাতেও।



শিলিগুড়ি পুরভোটে এবার কয়েকটি আসনে প্রার্থী দেয়নি বামফ্রন্ট। যারমধ্যে রয়েছে ১৬ নম্বর ওয়ার্ড। আর এই ওয়ার্ডেই কংগ্রেস প্রার্থী সুজয় ঘটকের সমর্থনে প্রচার করলেন ৬ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য ও দার্জিলিং (Darjeeling)  জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার। প্রচারের ফাঁকেই অশোক ভট্টাচার্য রীতিমতো ঘোষণা করে জানালেন, ভোটের পর প্রয়োজন হলে কংগ্রেসের সঙ্গে তাঁদের সমঝোতা হবে


অশোক ভট্টাচার্য জানালেন, 'আগেও হয়েছে এমন, এবার এই ওয়ার্ডে প্রার্থী দিইনি, তাই প্রচার, ভোটের পরে সমঝোতা হতে পারে'

আরও পড়ুন:


সর্বোচ্চ তাপমাত্রা ৫ ডিগ্রি মাত্র, কাঁপছে শৈলশহর


একই সুর কংগ্রেসের গলাতেও। কংগ্রেস প্রার্থী সুজয় ঘটক (১৬ নম্বর ওয়ার্ড, শিলিগুড়ি পুরসভা) জানালেন, নির্বাচনী পরবর্তী সময়ে প্রয়োজনে সমঝোতা হবে। এই প্রসঙ্গে বাম-কংগ্রেসকে কটাক্ষ করেছে তৃণমূল। মন্ত্রী ও তৃণমূল নেতা অরূপ বিশ্বাস বলেন, ' ওদের নীতির ঠিক নেই, অস্তিত্বহীনতায় ভুগছে, কাদের সঙ্গে কী হচ্ছে ওরা নিজেরাও জানে না' 


৪৭ আসনের শিলিগুড়ি পুরসভায় তৃণমূল ও বিজেপি---দু’দলই সবকটি আসনে প্রার্থী দিয়েছে। তবে কংগ্রেস প্রার্থী দিয়েছে ৪৬ আসনে। আর বামেরা ৩৬ আসনে প্রার্থী দিয়েছে। ১২ ফেব্রুয়ারি শিলিগুড়ি পুরসভার ভোট। ৪৭ ওয়ার্ডের শিলিগুড়ি পুরসভায় তৃণমূল ও বিজেপি প্রতিটি আসনেই প্রার্থী দিয়েছে। কংগ্রেস ও বামফ্রন্ট প্রার্থী দিয়েছে যথাক্রমে ৪৬ ও ৩৬ আসনে। এখন দেখার, ১৪ ফেব্রুয়ারি কাদের পক্ষে যায় জনাদেশ। 


অন্যদিকে, দার্জিলিং পুরসভার ৩২টি ওয়ার্ডের মধ্যে ১০টিতে প্রার্থী দিল তৃণমূল। বাকি ২২টি আসনে জোট হবে, না কি দল প্রার্থী দেবে? স্পষ্ট করেনি তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের তালিকা ঘোষণার পর গোর্খা জনমুক্তি মোর্চা ১৩টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে। সূত্রের খবর, রবিবার পাহাড়ের মোর্চা নেতাদের সঙ্গে শিলিগুড়িতে বৈঠক করেন তৃণমূল নেতারা।তাৎপর্যপূর্ণ বিষয় হল, তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরই, দার্জিলিঙের ১৩টি ওয়ার্ডে প্রার্থীদের নাম জানায় গোর্খা জনমুক্তি মোর্চা। দার্জিলিং পুরসভায় ৩২টি ওয়ার্ডেই প্রার্থী দিয়েছে অনীত থাপার দল ভারতীয় প্রজাতান্ত্রিক মোর্চা।