নয়াদিল্লি: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী (Under-19 World Cup) ভারতীয় দলের (Indian Cricket Team) সদস্য হলেও, আইপিএল-এর নিলামে (IPL 2022 Auction) জায়গা হচ্ছে না আটজন তরুণ ক্রিকেটারের। কারণ, তাঁরা এখনও পর্যন্ত একটিও প্রথম শ্রেণির ম্যাচ (First Class Cricket) খেলেননি। বিসিসিআই-এর (BCCI) নিয়ম অনুযায়ী, আইপিএল-এ জায়গা পেতে হলে অন্তত একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলতেই হবে। না হলে অন্তত ১৯ বছর বয়স হতেই হবে। কিন্তু সংশ্লিষ্ট ক্রিকেটাররা এই শর্তগুলির কোনওটিই পূরণ করতে পারছেন না। সেই কারণেই তাঁদের পক্ষে এবারের আইপিএল-এর নিলামে থাকা সম্ভব হচ্ছে না।


বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের উইকেটকিপার দীনেশ বানা, সহ-অধিনায়ক শায়েক রশিদ, বাংলার বাঁ হাতি পেসার রবি কুমার, অলরাউন্ডার নিশান্ত সিন্ধু, সিদ্ধার্থ যাদব, ওপেনার অঙ্ককৃশ রঘুবংশী, মানব পারেখ ও গর্ব সাঙ্গওয়ান আইপিএল-এর নিলামে যোগ দিতে পারবেন না। এ বিষয়ে বিসিসিআই এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে বিসিসিআই-এর একাংশের মতে, করোনা আবহে গত দু’বছরে খুব কমই ঘরোয়া ক্রিকেট ম্যাচ হয়েছে। তাই অনূর্ধ্ব-১৯ দলের এই আটজন ক্রিকেটারের জন্য নিয়ম বদল করা যেতেই পারে।


১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের রঞ্জি ট্রফি। তার আগে আইপিএল-এর নিলাম ১২ ও ১৩ তারিখ। ফলে রাজ্য দলগুলি যদি সংশ্লিষ্ট তরুণ ক্রিকেটারদের দলে রাখে, তাহলেও তাঁদের পক্ষে আইপিএল-এর নিলামে জায়গা পাওয়ার শর্ত পূরণ করা সম্ভব হবে না।


এবারের আইপিএল-এর নিলামে থাকবেন ৫৯০ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ২২৮ জন জাতীয় দলের হয়ে খেলেছেন এবং ৩৫৫ জনের এখনও জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি। সাতজন ক্রিকেটার আইসিসি-র অ্যাসোসিয়েট সদস্য দেশের।


এ বিষয়ে বিসিসিআই-এর প্রবীণ কর্তা রত্নাকর শেট্টি বলেছেন, ‘লিস্ট এ প্রতিযোগিতা ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ একসঙ্গে চলায় এই ছেলেদের পক্ষে লিস্ট এ ম্যাচ খেলা সম্ভব হয়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। করোনা অতিমারীর কারণে একটা গোটা মরসুমে ক্রিকেট খেলাই হয়নি। আমার মনে হয়, বিসিসিআই-এর এই ঘটনাকে বিশেষ বিবেচনা করা উচিত। অনূর্ধ্ব-১৯ দল দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। এই ক্রিকেটারদের বঞ্চিত হওয়া উচিত নয়।’