সনৎ ঝা,  শিলিগুড়ি : পুরসভার ভোটে শক্ত ঘাঁটি উত্তরবঙ্গেই ধাক্কা খেল বিজেপি। গতবার বামেদের হাতে যাওয়া শিলিগুড়ি পুরসভা, এবার ছিনিয়ে নিয়েছে তৃণমূল। হারলেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিধানসভা ভোটে হারলেও, পুরভোটে জিতলেন গৌতম দেব। তিনিই শিলিগুড়ির মেয়র হচ্ছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।


উত্তরবঙ্গে সবুজের (TMC) নজরকাড়া উত্থান। চারিদিকে ফতফত করে উড়ছে তৃণমূল কংগ্রেসের পতাকা। এরই মাঝে যে তৃণমূল প্রার্থীরা ভোটে জিতলেন না, তাঁদের আফশোসের শেষ নেই। যেমন সঞ্জয় চক্রবর্তী। তবে এই হারের কারণ কী ! তিনি কাঠগড়ায় তুললেন হেরে যাওয়া দোর্দণ্ডপ্রতাপ বাম (Left ) নেতাকে। লিখেও ফেললেন , আবার ডিলিটও করে ফেললেন ! 

অশোক মডেলে অশোকবাবুও ডুবলেন, আর আমাকেও ডোবালেন। পরাজয়ের পর এভাবেই ফেসবুক পোস্টে সিপিএম নেতা অশোক ভট্টাচার্যকে (Ashoke Bhattacharya) কাঠগড়ায় তুললেন, শিলিগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডের পরাজিত তৃণমূল প্রার্থী !  যদিও বিতর্ক দানা বাঁধতেই পোস্টটি সরিয়ে দেন তিনি।

প্রথমবার শিলিগুড়িতে পুরবোর্ড গড়তে চলেছে তৃণমূল। শাসকদলের বিপুল জয়ের মধ্যেও, ১৬ নম্বর ওয়ার্ড ধরে রাখতে পেরেছে কংগ্রেস। কংগ্রেসের সুজয় ঘটক ৯২৪ ভোটে হারিয়েছেন তৃণমূলের সঞ্জয় চক্রবর্তীকে। হারের জন্য সিপিএম নেতা ও প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের দিকে আঙুল তুলে, ফেসবুকে পোস্ট করেন পরাজিত তৃণমূল প্রার্থী। তিনি এবিপি আনন্দের প্রতিনিধিকে জানান, আশ্চর্যজনক বিষয় হল সিপিএমের ভাল সংগঠন থাকার পরও প্রার্থী দিলেন না অশোক ভট্টাচার্য ! সঞ্জয় চক্রবর্তীর দাবি, জোটের শিকার হলেন তিনিই। 

অন্যদিকে অশোক ভট্টাচার্য বলেন, কংগ্রেসের সঙ্গে পূর্ণ সমঝোতা হলে আট-নটা ওয়ার্ডে আমাদের উভয়ের ফল ভাল হত। 


গত পুরভোটে কংগ্রেসের জেতা চারটি আসনে এবার প্রার্থী দেয়নি বামেরা। তার মধ্যে অন্যতম ১৬ নম্বর ওয়ার্ড। তৃণমূল প্রার্থীর দাবি, সিপিএম প্রার্থী দিলে ভোট ভাগের সুযোগে তিনি জিতে যেতেন। ৪৭ ওয়ার্ডের মধ্যে ৩৭টা ওয়ার্ডে জিতেই প্রথমবার শিলিগুড়ি পুরসভা দখল করেছে তৃণমূল, ৫টায় বিজেপি , ৪টেতে বামেরা, এবং একটিতে কংগ্রেস জিতেছে। বোর্ডের মেয়র হতে চলেছেন গৌতম দেব।