শিলিগুড়ি: দলের অনুরোধে মতবদল। শিলিগুড়ি পুরনির্বাচনে (Siliguri Municipal Election) লড়ছেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। ৬ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। অশোক জানিয়েছেন, একেবারেই ভোটে লড়ার ইচ্ছা ছিল না তাঁর। কিন্তু দলের সিদ্ধান্ত শিরোধার্য। তাই পুরভোটে লড়ছেন তিনি। মঙ্গলবার শিলিগুড়ি পুরভোট নিয়ে বৈঠক করে বামেরা। সেখানেই ভোটে লড়তে সম্মত হন অশোক।


মঙ্গলবার শিলিগুড়ি পুরভোটে ৩৪ জনের প্রার্থিতালিকা প্রকাশ করেছে বামেরা। তাতে নাম রয়েছে প্রবীণ সিপিএম (CPM) নেতা অশোকের। তবে কংগ্রেসের সঙ্গে এখনও আলোচনা চলছে। তাই বেশ কিছু আসনে প্রার্থিঘোষণা এখনও বাকি। দুই দল সমঝোতায় এলেই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।


সম্প্রতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee) অশোককে ফোন করেন বলে জানা যায়। তাঁর অনুরোধেই কি তাহলে সিদ্ধান্ত বদল করলেন তিনি? অশোকের জবাব, “আমাকে একাকে লড়তে অনুরোধ জানাননি বুদ্ধদেববাবু। বরং তিনি বলেন, ‘শিলিগুড়িতে তোমাদের লড়তে হবে এবং জিততে হবে’। ওঁর কথায় আমরা সকলেই উৎসাহ পেয়েছি। ব্যক্তিগত ভাবে আমার ভোটে লড়ায় আপত্তি ছিল। কিন্তু দল সিদ্ধান্ত নিলে ব্যক্তিগত সিদ্ধান্তও তুচ্ছ হয়ে যায়। দলের সিদ্ধান্তকেই তাই অগ্রাধিকার দিয়েছি।”


আরও পড়ুন: Mamata in Gangasagar Mela: কুম্ভমেলা সুয়োরানি, গঙ্গাসাগর দুয়োরানি? কেন্দ্রকে নিশানা মমতার


বিধানসভা নির্বাচনে শূন্যে নেমে যাওয়ার পর কলকাতা পুরভোটে (KMC Election 2021) দু’টো আসন এবং ১২ শতাংশ ভোট পেয়ে সামান্য হলেও ঘুরে দাঁড়িয়েছে বামেরা। তাতেই শিলিগুড়ি পুরভোট নিয়ে আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করেছে দল। আর তাতেই অশোককে কাণ্ডারী করতে চাইছে তারা।  


২০১৫ সালে অশোকের হাত ধরেই শিলিগুড়ি পুরসভার দখল নেয় বামেরা। এ বারে তিনি ভোটে লড়বেন না বলে জানিয়ে দেওয়ায়, বিপাকে পড়ে দল। সেই পরিস্থিতিতেই কয়েক দিন আগে তাঁকে ফোন করেন বুদ্ধদেব। সিপিএম সূত্রে খবর, ফোনে অশোককে শিলিগুড়িতে বামেদের নেতৃত্ব দিতে অনুরোধ জানেন বুদ্ধদেব তাতেই অশোক ভোটযুদ্ধে ফেরার সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে।