শিলিগুড়ি: অক্সফোর্ডকাণ্ডের মধ্যেই সুর চড়িয়ে ফের আজ পথে নেমেছে DYFI. বেকার বিরোধী দিবসে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল সিপিএমের যুব সংগঠনের। সংগঠনের তরফে দুপুর ১টায় শিলিগুড়ির জলপাই মোড়ে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই নির্দিষ্ট সময়েই পথে নেমেছে DYFI.উত্তরকন্যা অভিযানের নেতৃত্বে সংগঠনের রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।শেষ অবধি পাওয়া খবরে, এদিকে পথে নামতে না নামতেই পুলিশের সঙ্গে বচসা DYFI কর্মীদের। পুলিশের বিরুদ্ধে গাড়ি আটকে রাখার অভিযোগ তুলেছে DYFI. 

Continues below advertisement

অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার মাঝে SFI সমর্থকদের বিক্ষোভ ঘিরে রাজ্য রাজনীতি যখন উত্তাল, তার মধ্যেই আজ সুর চড়িয়ে ফের পথে নামছে DYFI. বেকারত্ব বিরোধী দিবসে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে সিপিএমের যুব সংগঠন। স্থায়ী কাজ দাও, বিভাজন রুখে দাও, লুঠতরাজ, দুর্নীতিরাজ, দুষ্কৃতীরাজ, দাঙ্গাবাজ হটাও। এই স্লোগান সামনে রেখে, সংগঠনের তরফে দুপুর ১টায় শিলিগুড়ির জলপাই মোড়ে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। DYFI-এর উত্তরকন্যা অভিযানের নেতৃত্বে থাকবেন সংগঠনের রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। বিশে এপ্রিল ব্রিগেড সম্মেলনের আগে উত্তরবঙ্গে কর্মীদের তৎপরতা বাড়াতেই DYFI-এর আজকের উত্তরকন্যা অভিযান। এমনটাই মনে করছে রাজনৈতিকমহলের একাংশ।  

Continues below advertisement

আরও পড়ুন, কেষ্টপুরে হানা রাজ্য ড্রাগ কন্ট্রোলের ! স্ক্যান করে দেখা হচ্ছে ওষুধের কিউ আর কোড আর ব্যাচ নম্বর..

প্রসঙ্গত, অক্সফোর্ড বিশ্ববিদ্য়ালয়ের কেলগ কলেজে মুখ্য়মন্ত্রীর বক্তৃতা চলাকালীন SFI-এর বিক্ষোভ। অক্সফোর্ডে গিয়ে মিথ্যাভাষণ দেবেন, আর SFI চুপ করে শুনবে? পোস্ট SFI-এর। পাল্টা, মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় যান এবং আপনার পার্টিকে বলুন আরও শক্তিশালী হতে। টাটাদের সিঙগুর-ত্য়াগের প্রসঙ্গ তোলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গে কোন কোন কোম্পানি এসেছে তা নিয়ে প্রশ্ন করা, আর জি কর কাণ্ড নিয়ে প্রশ্ন থেকে গো ব্য়াক স্লোগান। অক্সফোর্ড বিশ্ববিদ্য়ালয়ের কেলগ কলেজে মুখ্য়মন্ত্রীর বকতৃতার সময় এইভাবেই বিক্ষোভ দেখাল সিপিএমের ছাত্র সংগঠন SFI-এর ইউনাইটেড কিংডম শাখা...পাল্টা তাদের উদ্দেশে রাজনৈতিক পরামর্শ দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।মুখ্য়মন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, 'আপনারা যদি চান এটাকে রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিণত করতে, তাহলে বাংলায় যান এবং আপনার পার্টিকে বলুন আরও শক্তিশালী হতে।' 

SFI-এর বিক্ষোভের তীব্র প্রতিবাদ করে তৃণমূল নেতা রাজীব বন্দ্য়োপাধ্য়ায় সোশাল মিডিয়ায় লিখেছেন, আমাদের রাজ্যে মমতাদির সঙ্গে রাজনৈতিক লড়াই এ পর্যুদস্ত হয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি তে মুখ্যমন্ত্রী কে চক্রান্ত করে অপমান করতে গিয়ে বামেরা নিজেরাই অপমানিত হলো । শুধু তাই নয় বিদেশের মাটিতে দেশ ও রাজ্যের সম্মান নস্ট করলো । দিদি কে ধন্যবাদ যে তিনি ঠান্ডা মাথায় ওদের যোগ্য জবাব দিয়েছেন । আগামীদিনে বাংলার মানুষও এদের উচিত শিক্ষা দেবেন । পাল্টা SFI-এর তরফে সোশাল মিডিয়া পোস্ট করে বলা হয়েছে, অক্সফোর্ডে গিয়ে মিথ্যাভাষণ দেবেন, আর SFI চুপ করে শুনবে? তা হয় না। আজ অক্সফোর্ডে দুনিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ে পাঠরত পড়ুয়া- গবেষক, যারা বিলেতে ভারতীয় ছাত্রদের যন্ত্রণার পাশে থাকে, সেই Students' Federation of India - United Kingdom এর সদস্যরা গিয়ে মমতার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। সব মিলিয়ে লন্ডনে বিক্ষোভের আঁচ এসে পড়ল গঙ্গা পাড়েও।