শিলিগুড়ি: বাংলাদেশের বর্তমান পরিস্থিতির মধ্যে শান্তির বার্তা দিতে শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে রবিবার হয়ে গেল লক্ষ কণ্ঠে গীতাপাঠ। আয়োজন করেছিল সনাতন সংস্কৃতি পরিষদ। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন একাধিক বিজেপি নেতা-সাংসদ। যদিও বিজেপির বিরুদ্ধে ধর্ম  নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছে তৃণমূল। 


লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন: বিগত কয়েকমাস ধরে বাংলাদেশে লাগাতার হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ সামনে আসছে। এখনও জেলে রয়েছেন ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। এই পরিস্থিতিতে গোটা বিশ্বে শান্তির বার্তা দিতে রবিবার শিলিগুড়ির কাওয়াখালিতে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করেছিল সনাতন সংস্কৃতি পরিষদ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত-সহ একাধিক বিজেপি নেতা এদিন উপস্থিত ছিলেন গীতাপাঠ অনুষ্ঠানে। বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বলেন, "বাংলাদেশ নিজের ভবিষ্যতকে আরও অন্ধকার করছে। আর কিছু নয়। সংখ্যালঘু (হিন্দু) কগাছা আছে চলে যাবে। তারপর সিরিয়া হয়ে গেলে ওখানকার ১০-১৫-২০ কোটি লোক কোথায় যাবে?''                                                        

শুরু থেকেই রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে তোষণের অভিযোগে সরব বিজেপি। এই অবস্থায় বাংলাদেশে, সেদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের ওপর যখন একাধিক অত্যাচারের অভিযোগ উঠেছে, তখন সেই ইস্যুতে তৃণমূলকেও নিশানা করতে ছাড়েননি বিজেপি নেতারা। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "ভগবান শ্রীকষ্ণ গীতায় বলেছেন যে তুমি যে পথ দিয়েই যাও না কেন, তুমি আমাতেই পৌঁছবেন। এটাই হচ্ছে ধর্মের মূল কথা। পথ ভিন্ন হতে পারে লক্ষ্য সবার এক। সেই লক্ষ্যে সবার চলা উচিত। এরকম ভাবা উচিত নয়। হিন্দুদের মন্দির পোড়াব, মূর্তি ভাঙব, হিনদু মেয়েদের ইজ্জত নেব। এই মানসিকতা থাকা উচিত নয়।'' পাল্টা বিজেপির বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগে সরব হয়েছে তৃণমূল। উদ্যোক্তাদের দাবি, এদিনের লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে প্রায় ১ লক্ষ ২৫ হাজার মানুষ অংশগ্রহণ করেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Swasthasathi Scheme:দুর্নীতি ও অনিয়ম রুখতে নির্দেশিকা, স্বাস্থ্যসাথী প্রকল্পে আরও কড়া রাজ্য সরকার