সনৎ ঝা ও মলয় চক্রবর্তী, দার্জিলিং: শিলিগুড়ির (Siliguri) হায়দার পাড়ায় খুন বহুতলের নিরাপত্তা রক্ষী (Security Guard)। নেশার ঠেকে ঝামেলার জেরেই খুন বলে দাবি স্থানীয়দের। মূল অভিযুক্ত সহ ৩ জনকে আটক করে তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানা (Bhaktinagar Police Station)। নেশার ঠেকে ঝামেলার জেরেই খুন (Murder) কিনা খতিয়ে দেখছে পুলিশ (Police)।


নেশার ঘোরে খুন? নেশার ঘোরে একে অপরের ওপর চড়াও। হাতাহাতির পর এলোপাথাড়ি ছুরির কোপ। শিলিগুড়ির (Siliguri) হায়দার পাড়ায়, বচসার জেরে খুন হলেন বহুতলের এক নিরাপত্তা রক্ষী। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে হায়দার পাড়ার একটি আবাসনের নিরাপত্তারক্ষীর সঙ্গে ঝামেলায় জড়ান স্থানীয় এক রিকশচালক। দু’জনের মধ্যে প্রথমে শুরু হয় হাতাহাতি। অভিযোগ, তারপরই পকেট থেকে ছুরি বের করে নিরাপত্তারক্ষীর পেটে চালান রিকশচালক। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বিনয় কুমার নামে বিহারের বাসিন্দা ওই নিরাপত্তারক্ষী। স্থানীয়রা তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে (Siliguri District Hospital) নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।


নেশার চক্র চলার অভিযোগ স্থানীয়দের: স্থানীয়দের অভিযোগ, রিকশচালক ও নিরাপত্তারক্ষী দু’জনই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। ওই আবাসনের মধ্যে বহুদিন ধরেই নেশার চক্র বসে বলেও অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা। শিলিগুড়ির (Siliguri) হায়দার পাড়ার বাসিন্দা প্রশান্ত কুমার বর্মন বলেন, “আবাসনে দীর্ঘদিন ধরে নেশার চক্র চলছে। নিরাপত্তার অভাব বোধ করছি। কাউন্সিলর (Councillor) ব্যবস্থা নিক।‘’ শিলিগুড়ি পুরসভার (Siliguri Municipality) ৪০ নং ওয়ার্ডের তৃণমূল নেতা ও কাউন্সিলর মুন্না প্রসাদ বলেন, “সবে দায়িত্ব নিয়েছে। বিষয়টি আমার কানে এসেছে। কী হয়েছে দেখছি। পুলিশকে বলেছি এধরনের ঘটনা আর যাতে না হয়।’’ অভিযুক্ত রিকশচালক ও তাঁর ২ সঙ্গীকে গ্রেফতার করে, তদন্ত চালাচ্ছে পুলিশ।


আরও পড়ুন: Purulia Leopard Fear: পুরুলিয়ার জঙ্গলে ক্যামেরায় ধরা পড়ল চিতাবাঘের ছবি, আতঙ্কে গ্রামবাসীরা