সনৎ ঝা, দার্জিলিং: শিলিগুড়ির (Siliguri) মাটিগাড়ায় গ্রেফতার হওয়া দুষ্কৃতীকে নিয়ে বাড়ি তল্লাশি করতে গিয়ে গুলিবিদ্ধ হলেন সাব ইন্সপেক্টর (Sub Inspector)। পুলিশের দাবি, আগ্নেয়াস্ত্র তাক করে পালানোর চেষ্টা করছিল দুষ্কৃতী। বাধা দিতেই পরপর তিন রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ।আগ্নেয়াস্ত্র (Fire Arms) নিয়ে টানা হেঁচড়ার সময় গুলিবিদ্ধ হন সাবইনস্পেক্টর। জখম হয়েছে দুষ্কৃতীও। আগ্নেয়াস্ত্র তাক করে প্রথমে হুমকি, তারপর গুলি ছুড়েও শেষ রক্ষা হল না। শিলিগুড়িতে পুলিশের জালে ধরা পড়ল বিহারের দুষ্কৃতী। আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিতে গিয়ে গুলিবিদ্ধ হলেন প্রধাননগর থানার সাব ইন্সপেক্টর।
 


পুলিশ সূত্রে খবর, ধৃত রাজ পাণ্ডে বিহারের ভাগলপুরের বাসিন্দা। বছরখানেক আগে পরিচয় ভাঁড়িয়ে মাটিগাড়ার দাগাপুরে বাড়ি ভাড়া নেন। তিনি নিজেকে বিহারের ডেপুটি কালেক্টরের পরিচয় দিয়ে নীল বাতি গড়ি নিয়ে ঘুরতেন। নভেম্বর মাসে, প্রধাননগর থানায় এক ব্যক্তি অভিযোগ করেন, মদের দোকানের লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে তাঁর থেকে ৭ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন রাজ। তারপর থেকেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দাগাপুরের আবাসন থেকে রাজ পাণ্ডেকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, জেরায় টাকা নেওয়ার অভিযোগ স্বীকার করে তিনি জানান, ভুয়ো পরিচয়পত্রটি বাড়িতে রয়েছে। সোমবার রাতেই তাকে সঙ্গে নিয়ে ফের দাগাপুরের আবাসনে যায় পুলিশ। 
পুলিশ সূত্রে দাবি,ফ্ল্য়াটে ঢুকতেই আগ্নেয়াস্ত্র তাক করে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বেগতিক বুঝে দুষ্কৃতীর ওপর ঝাঁপিয়ে পড়েন সাব ইন্সপেক্টর রবীন্দ্রনাথ সরকার। আগ্নেয়াস্ত্র নিয়ে টানাহেঁচড়ার সময় আচমকাই গুলি চলে। সাব ইন্সপেক্টরের গোড়ালিতে গুলি লাগে। 


আরও পড়ুন, ২১ ডিসেম্বর কি কিছু হবে ? শুভেন্দুর দেওয়া ডেডলাইনের আজ তৃতীয় দিন


প্রসঙ্গত, এর আগে গত মাসে তৃণমূলের বিবাদ মেটাতে গিয়ে বসিরহাটে গুলিবিদ্ধ হন এক কনস্টেবল। শাসক-নেতার ছেলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। নেতা-সহ গ্রেফতার করা হয় ৪১ জনকে। তৃণমূলের বিবাদে বসিরহাটে ধুন্ধুমার বেঁধে যায়। ব্লক সভাপতির অপসারণের দাবিতে রাস্তা অবরোধ করে শুরু হয়ে যায় বিক্ষোভ ( Agitation ) । নির্দোষদের গ্রেফতারির অভিযোগে থানায় বিক্ষোভ চলছে। বিক্ষোভ থামাতে লাঠিচার্জ করে পুলিশে । গুলিকাণ্ডের জেরে ব্লক সভাপতির অপসারণ চেয়ে বসিরহাট দণ্ডিরহাটে টাকি রোড অবরোধ করে তৃণমূলেরই একাংশ। অন্যদিকে আবার যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁরা  নির্দোষ দাবি করে,  বসিরহাট থানার সামনে মহিলারা পাল্টা বিক্ষোভ দেখান। লাঠিচার্জ করে বিক্ষোভ হঠায় পুলিশ। ঘটনাটি ঘটেছে নিমদাঁড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের শাকচূড়া বাজার এলাকায়। স্থানীয় সূত্রে খবর,  উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ সদস্য ও তৃণমূল নেতা শাহানুর মণ্ডলের সঙ্গে স্থানীয় তৃণমূল নেতা সিরাজুল বেশের দীর্ঘদিনের বিবাদ চলে আসছে। আর তারপরেই তা ভয়াবহ আকার নেয়।