শিলিগুড়ি: বঙ্গ সফরে এসে আচমকাই অসুস্থ কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী (Nitin Gadkari)। মঞ্চেই অস্বস্তি বোধ করেন তিনি। রক্তে সুগারের মাত্রা একধাক্কায় কমে যায়। তাতে তড়িঘড়ি মঞ্চ থেকে নামানো হয় তাঁকে। দেওয়া হয় স্যালাইন। এর পর চিকিৎসার ব্যবস্থা করা হয় তাঁর। বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি শিলিগুড়ির (Siliguri News) পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কমিশনারকে নিতিনের চিকিৎসার দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন।


শিলিগুড়ির সভায় আচমকা অসুস্থ নিতিন গডকড়ী


বৃহস্পতিবার শিলিগুড়ির দাগাপুর ফুটবল ময়দানে, মাটিগাড়া থেকে সেবক মিলিটারি ক্যান্টনমেন্ট পর্যন্ত জাতীয় সড়কের শিলান্যাস করেন নিতিন। মঞ্চে ভাষণ দেওয়ার কিছু ক্ষণ পরেই অস্বস্তি বোধ করতে শুরু করেন। বক্তৃতা করার পরই মঞ্চে অসুস্থ বোধ করেন। নিচে নেমে আসেন নিতিন। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে থাকা চিকিত্‍সকরা প্রাথমিক চিকিত্‍সা শুরু করেন। দেওয়া হয় স্যালাইন। এর পর বিশেষজ্ঞ চিকিত্‍সক পি ডি ভুটিয়াকে ডাকা হয়। ওষুধ দেওয়া হয়। করা হয় ইসিজি-ও।


চিকিত্‍সকদের কাছ থেকে জানা গিয়েছে, নিতিনের প্রেসার (৭০-৬০) অনেকটা নেমে যায়। তড়িঘড়ি স্যালাইন দেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিত্‍সককে ডাকা হয়। প্রচন্ড রোদ ও স্ট্রেসের কারণেই কেন্দ্রীয় মন্ত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানান চিকিত্‍সক। প্রায় ঘণ্টাখানেক পর খানিকটা স্বস্তি বোধ করেন নিতিন।


আরও পড়ুন: Cooch Behar : প্রকাশ্য সভায় দলের নেতাকে বহিষ্কারের হুমকি বিধায়কের, কোচবিহারে অব্যাহত তৃণমূলের বিবাদ


এ দিন নিতিনের অসুস্থতার খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদীর সঙ্গে যোগাযোগ করেন মমতা। মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে যান শিলিগুড়ির পুলিশ কমিশনার। কেন্দ্রীয়মন্ত্রীর চিকিত্‍সার জন্য তৈরি রাখা হয় বিশেষজ্ঞ দল। অখিলেশ বলেন, "মুখ্যমন্ত্রী খবর রাখছেন। টিম তৈরি হয়েছে।"


নিতিনের অসুস্থতার কথা যদিও সরাসরি মানতে চাননি দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তষ তিনি বলেন, "ভিত্তিহীন কথা। অসুস্থ হননি। প্রোটোকল অনুযায়ী চেকআপ করা হয়েছে।"


বিজেপি সাংসদ রাজু বিস্তের বাড়ি যান কেন্দ্রীয় মন্ত্রী


তবে শিলিগুড়িতে অনুষ্ঠান সেরে এ দিন ডালখোলায় জাতীয় সড়ক ও উড়ালপুল উদ্বোধনেরও কথা ছিল নিতিনের। কিন্তু সেখানে না গিয়ে তিনি দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তের মাটিগাড়ার বাড়িতে যান। সেখান থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করেন।


তবে এই প্রথম নয়। এর আগে ২০১৯-এর লোকসভা নির্বাচনের সময় মহারাষ্ট্রের আহমেদ নগরে প্রচার চলাকালীন অজ্ঞান হয়ে যান নিতিন। আবার ওই বছরই অগাস্ট মাসে মহারাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন। সেই সময় মঞ্চেই বসে পড়েন তিনি।