সনৎ ঝা ও বাচ্চু দাস, দার্জিলিং: জলের সমস্যা থেকে আপাতত রেহাই পেল শিলিগুড়ি (Siliguri News)। শুরু হল তিস্তার পরিস্রুত জল সরবরাহ। ১৫ দিন ধরে তিস্তার বদলে, পানের অযোগ্য মহানন্দার জল শোধন করে সরবরাহ করা হচ্ছিল শিলিগুড়ি পুরসভার তরফে। যা নিয়ে গত এক সপ্তাহ ধরে চলছিল ক্ষোভ-বিক্ষোভ।
সপ্তাহব্যাপী দুর্ভোগের পর অবশেষে স্বস্তি। শিলিগুড়িতে (Siliguri Water Pipeline) মিটল পানীয় জলের সমস্যা। রবিবার থেকে শিলিগুড়িতে স্বাভাবিক হল পানীয় জল সরবরাহ। অবশেষে তিস্তার পরিশ্রুত পানীয় জল পেলেন বাসিন্দারা। আগে থেকেই বলা হয়েছিল ২ জুন থেকে স্বাভাবিক হবে বিষয়টি। সেই মতোই কাজ হল। তিস্তা ক্যানালের মেরামতির কাজ শেষ হওয়ায়, রবিবার সকাল ১০টা থেকে শুরু হল তিস্তার জল সরবরাহ। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর দাবি, 'কোন রিপোর্টের ভিত্তিতে জল সরবরাহ চালু করলেন, সেটাও সামনে আনা হোক।' 'এতদিন ভয়ে খাইনি। এখন এসেছি।' জানালেন এক বাসিন্দা। তবুও আশঙ্কার কথা জানিয়েছেন অনেকেই।
এই কদিন পরিশ্রুত পানীয় জল না পেয়ে, চরম জলকষ্টের মধ্যে পড়তে হয়েছিল শিলিগুড়ির বাসিন্দাদের। তা নিয়ে চরমে উঠেছিল রাজনৈতিক কোন্দল। বিক্ষোভ, মেয়রের পদত্যাগ দাবিতে আন্দোলন। শিলিগুড়ি পুরসভার সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সিপিএম-বিজেপি সবাই আন্দোলনে নেমেছিল। শিলিগুড়ি পুরসভার প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য আক্রমণ শানিয়েছিলেন গৌতম দেবের দিকে। কেন পরিস্রুত জল সরবরাহ করা নিয়ে এই গাফিলতি হল- তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। পাল্টা তোপ দেগেছিলেন গৌতম দেবও। বামেরা এতদিন ক্ষমতায় থাকার পরেও কেন নতুন একটি জলাধার তৈরি করতে পারেনি সেই প্রশ্ন করেন তিনি।
গত কয়েক দিন ধরে এই ছবিই দেখা গেছে শিলিগুড়িতে। পুরসভা সূত্রে জানা গিয়েছিল, ১৫ দিন ধরে তিস্তার বদলে মহানন্দার জল শোধন করে সরবরাহ করা হচ্ছিল। কিন্তু পরীক্ষা করে জানা যায়, সরবরাহ করা জলের মধ্যে Biochemical Oxygen Demand বা BOD- র পরিমাণ প্রতি লিটারে ২ দশমিক ৯ মিলিগ্রাম। যা শূন্য থাকার কথা।
এই প্রেক্ষিতেই পুরসভার সরবরাহ করা পানীয় জল না খাওয়ার আবেদন জানিয়েছিলেন মেয়র। অবশেষে পানীয় জলের সমস্যা মেটায় এযাত্রায় হাঁফ ছেড়ে বাঁচল শিলিগুড়িবাসী।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আর কাজ করবে না আইফোনের এই মডেল ! আপনি এই অ্যাপেল ডিভাইস ব্যবহার করেন না তো ?