সনৎ ঝা, শিলিগুড়ি:  চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। শ্রদ্ধাকাণ্ডের ছায়া এবার শিলিগুড়িতে। স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের কোকরাজোত গ্রাম এলাকায়। স্থানীয় সূত্রে খবর নিয়ে জানা যায় যে বেশ কিছুদিন ধরেই নাকি স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদ চলছিল।


গতকাল রাতে ফাঁসিদেওয়া এলাকার একটি মেলায় ঘুরতে গিয়েছিলেন। বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিলেন। ঠিক সেই সময়ই একটি আওয়াজ শুনতে পেয়ে তড়িঘড়ি উঠে বাইরে আসেন ঘটনায় অভিযুক্ত রঞ্জিত সোরেনের বোন লক্ষ্মী সোরেন। তিনি বাইরে এসে দেখেন যে তাঁর বৌদি মাটিয়ে পড়ে লুটিয়ে আছেন। দেহ পুরো রক্তাক্ত। লক্ষ্মী দেখতে পান তাঁর দাদার হাতে ধারাল অস্ত্র। মুহূর্তের মধ্যেই সেখান থেকে পালিয়ে যান রঞ্জিত। যদিও পরে তিনি গিয়ে থানায় আত্মসমর্পণ করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় রঞ্জিতের স্ত্রীর। 


ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ফাঁসিদেওয়া থানায় নিয়ে আসে। আজ তার ময়নাতদন্ত হওয়ার কথা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে মৃতদেহ। তবে সেই যুবক তাঁর স্ত্রীকে এভাবে কুপিয়ে খুন করার ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে পরিবারসহ পাড়া-প্রতিবেশীদের মধ্যে। তবে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। কেন রঞ্জিত তাঁর স্ত্রীকে এত নৃশংস ভাবে হত্যা করল, তার কারণ খুঁজছে পুলিশ। জিজ্ঞাসাবাদও শুরু করেছে তাঁরা। 


বস্তাবন্দি মহিলার মৃতদেহ উদ্ধার


অন্য একটি ঘটনায়, রাস্তার ধারে পরে রয়েছে বস্তাবন্দি এক মহিলার মৃতদেহ (Womens Dead Body)। আর তা দেখেই চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলার খড়গপুর লোকাল থানার (Kharagpur Local Police Station) অন্তর্গত সাঁকোয়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এদিন সকালে এলাকার সাধারণ মানুষরা প্রাতঃকর্ম সারার জন্য মাঠে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ই তাঁদের নজরে পড়ে ধানক্ষেতে একটি গাছের নিচে বস্তাবন্দি এক মৃতদেহ। সেই মৃতদেহের পা বস্তার বাইরে বেরিয়ে ছিল। বস্তাবন্দি মৃতদেহ দেখার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার লোকেদের দাবি মহিলাকে অন্য জায়গায় খুন করে বস্তাবন্দি করে এখানে ফেলে দেওয়া হয়েছে। এলাকার লোকেরা পুলিশে খবর দিলে খড়গপুর লোকাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকার মানুষদেরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে স্থানীয় পুলিশ