কলকাতা : অবশেষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করল কেন্দ্রীয়  নির্বাচন কমিশন।  কমিশনের ওয়েবসাইট ও অ্যাপে প্রকাশিত হয়েছে আপডেটেড তালিকা। বদল হয়েছে ভোটারদের সিরিয়াল নম্বরেও। জানিয়েছে কমিশন।  এরই মধ্যে উঠে এল এক চাঞ্চল্যকর অভিযোগ। জীবিত থেকেও বাদের তালিকায় নাম উঠেছে এক তৃণমূল কাউন্সিলরের। 

Continues below advertisement

তিনি হুগলির ডানকুনির তৃণমূল কাউন্সিলর সূর্য দে । কিন্তু বাদের তালিকায় নাম উঠে গিয়েছে তাঁর। কেন? কারণ 'তিনি বেঁচে নেই'। খসড়া ভোটার তালিকায় তাঁকে 'মৃত' বলে চিহ্নিত করা হয়েছে। কেন মৃত ভোটার হিসেবে খসড়া ভোটার তালিকায় নাম? কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। দলবল নিয়ে চলে গিয়েছেন শ্মশানে । সেখানে গিয়ে কমিশনের উদ্দেশে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কাউন্সিলর। 

নিজেই হেঁটে পৌঁছে গেছেন শ্মশানে। সূর্য দে জানান, 'কালীপুর শ্মশানে এরা আমাকে নিয়ে এসেছে। আমি নিজেও হেটে হেটে চলে এসেছি নিজের সৎকারের জন্য। আপনারা বলবেন এ আবার কেমন কথা? কারণ আজকে খসড়া তালিকা প্রকাশ হয়েছে। সেখানে আমি একজন জনপ্রতিনিধি। আমাকে দেখানো হয়েছে আমি মৃত...এভাবে যদি একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত দেখান, তাহলে এরকম লক্ষ লক্ষ মানুষ যারা হয়তো প্রতিবাদ করতে পারবেন না বা যারা হয়তো আমাদের কাছ অবধি পৌঁছতে পারবেন না, তাঁদের নামতো আপনারা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন'

Continues below advertisement

খসড়ায় কাদের নাম রয়েছে, কাদের নাম বাদ গেছে, সেই তালিকা প্রকাশ করেছে  জাতীয় নির্বাচন কমিশন। প্রতি বুথে কতজন অনুপস্থিত, কতজন মৃত ভোটার ও কতজন স্থানান্তরিত, তাঁদের তালিকা প্রকাশিত হয়েছে । বাদের তালিকা প্রকাশের পর কারও কোনও অভিযোগ থাকলে আধার কার্ড নিয়ে গিয়ে যোগাযোগ করা যাবে কমিশনে। 

এই খসড়া তালিকা ও নাম বাদের তালিকা নিয়ে BLO-রা থাকবেন নিজস্ব বুথে। যাঁরা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন তাঁদের সবার নাম থাকবে খসড়া তালিকায়। তবে এই খসড়া তালিকা ৩ ভাগে ম্যাপিং হয়েছে। প্রথম প্রোজেনি ম্যাপিং, সেল্ফ ম্যাপিং ও নো ম্যাপিং। ১. প্রোজেনি ম্যাপিং ২. সেল্ফ ম্যাপিং-এ নাম থাকা ভোটারদের হিয়ারিংয়ে ডাকার সম্ভাবনা কম। কিন্তু 'নো ম্যাপিং'য়ে নাম থাকা ভোটারদের ডাকা হবে হিয়ারিংয়ে। বিএলও মারফত জানা যাবে কাদের শুনানিতে ডাকা হবে। নো ম্যাপিংয়ে নাম থাকা ভোটারদের ডাকা হবে শুনানিতে।