= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
SIR Update: SIR-শুরুর দ্বিতীয় দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী দলের বুথ লেভেল এজেন্ট বা BLA-দের আক্রান্ত হওয়ার অভিযোগ SIR-শুরুর দ্বিতীয় দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী দলের বুথ লেভেল এজেন্ট বা BLA-দের আক্রান্ত হওয়ার অভিযোগ। হিঙ্গলগঞ্জ এবং মাথাভাঙায়, বিজেপির BLA-দের মারধর এবং হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল
= liveblogState.currentOffset ? 'center_block hidden' : 'center_block'">
Continues below advertisement
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
SIR News: দুর্গাপুর, ভগবানগোলা, খানাকুলের পর BLO-কে 'ম্যানমার্কিং' করতে দেখা গেল হাওড়ার জগৎবল্লভপুরে দুর্গাপুর, ভগবানগোলা, খানাকুলের পর BLO-কে 'ম্যানমার্কিং' করতে দেখা গেল হাওড়ার জগৎবল্লভপুরে। BLO-র সঙ্গেই তৃণমূলের উপপ্রধান সহ অন্যান্য নেতা-কর্মীরা। ভয় দেখাতেই BLO-দের সঙ্গে তৃণমূল নেতারা, অভিযোগ বিজেপির। পাল্টা তৃণমূল নেতার দাবি, সহযোগিতা করতেই BLO-র পাশে দাঁড়িয়েছেন তাঁরা। অন্যদিকে এই ঘটনায় ব্য়বস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাওড়ার জেলাশাসক।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Jeetu Kamal: গুরুতর অসুস্থ অভিনেতা জিতু কমল গুরুতর অসুস্থ অভিনেতা জিতু কমল
হাসপাতালে ভর্তি করা হয়েছে জিতুকে
সিনেমার শ্যুটিংয়ের মাঝেই হঠাৎ অসুস্থ
আউটডোর শ্যুটিংয়ে অজ্ঞান হয়ে যান জিতু
বুকে ব্যথাও শুরু হয় অভিনেতার
দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয় জিতুকে
চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন জিতু
= liveblogState.currentOffset ? 'center_block hidden' : 'center_block'">
Continues below advertisement
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
SIR News: SIR-র প্রথম 'টেস্ট কেস', কাল বিহারে প্রথম দফার ভোট SIR-র প্রথম 'টেস্ট কেস', কাল বিহারে প্রথম দফার ভোট
২৪৩টি আসনের বিহারে কাল প্রথম দফায় ১২১টিতে ভোট
কালই বিরোধী মহাজোটের মুখ তেজস্বী যাদবের ভাগ্য নির্ধারণ
কালই ভাগ্য নির্ধারণ হবে বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর
কাল প্রথম দফায় ভোট, দ্বিতীয় দফা ১১ নভেম্বর, গণনা ১৪ নভেম্বর
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
District News: নবদ্বীপে সুকান্তর কনভয়ের পিছনে থাকা গাড়িতে হামলা! নবদ্বীপে সুকান্তর কনভয়ের পিছনে থাকা গাড়িতে হামলা!
হামলার পাল্টা হামলা, নবদ্বীপ বাস স্ট্যান্ডে তুলকালাম
তৃণমূলের 'হামলা', পাল্টা INTTUC অফিসে হামলা
তৃণমূলের বিরুদ্ধে জেলা বিজেপি সভাপতির গাড়িতে হামলার অভিযোগ
পাল্টা INTTUC অফিসে ঢুকে হামলার চেষ্টা বিজেপির, পাল্টা মার
তৃণমূলকর্মীদের পাল্টা হামলায় রক্তাক্ত একাধিক বিজেপি কর্মী
কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় এলাকা ছাড়লেন সুকান্ত
নবদ্বীপের স্বরূপগঞ্জে ক্যাম্প অফিস উদ্বোধন করে ফেরার সময় হামলা
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
SIR News: SIR নিয়ে চলা সংঘাতের মধ্যেই বিজেপিকে আক্রমণ করে বললেন ফিরহাদ হাকিম এখনও ভোট হলে বিজেপি শূন্য পাবে। SIR নিয়ে চলা সংঘাতের মধ্যেই বিজেপিকে আক্রমণ করে বললেন ফিরহাদ হাকিম। তার মুখে শোনা গেল ফিল্মের সংলাপও। যদিও এই বিষয়গুলিকে পাত্তা দিতে নারাজ বিজেপি। SIR নিয়ে হুমকি-হুঁশিয়ারির মধ্য়েই আসন্ন বিধানসভা ভোটে কে কত আসনে জিতবে, কিংবা আগামী দিনে দিল্লির সরকারের ভবিষ্য়ৎ কী হবে, তা নিয়ে তাল ঠোকাঠুকিও চলছে!
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Kolkata News: স্বর্ণ ব্য়বসায়ীর খুনের ঘটনায়, পরিবারের দায়ের করা অভিযোগে নাম জড়িয়েছে বিডিও প্রশান্ত বর্মণের স্বর্ণ ব্য়বসায়ীর খুনের ঘটনায়, পরিবারের দায়ের করা অভিযোগে নাম জড়িয়েছে বিডিও প্রশান্ত বর্মণের। ব্য়বসায়ীকে অপহরণ করে নিউটাউনের যে জায়গায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ, সেখানকার ব্য়বসায়ীদের অনেকেই বিডিও-কে চেনেন বলে দাবি করেছেন। এনিয়ে বিডিও-র সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্য়াপেরও উত্তর দেননি।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
District Update: পঞ্চসায়রে পুলিশ সেজে লুঠ, গ্রেফতার ২ পঞ্চসায়রে পুলিশ সেজে লুঠ, গ্রেফতার ২
কম দামে সোনা বিক্রির টোপ দিয়ে লুঠের অভিযোগ
'মঙ্গলবার পঞ্চসায়রে ডেকে পাঠানো হয় পার্ক স্ট্রিটের ব্যবসায়ীকে'
কম দামে সোনা বিক্রির টোপ দিয়ে ডাকা হয়, পুলিশ সূত্রে খবর
বন্ধু রাজু সরকারকে নিয়ে পঞ্চসায়রে যান ব্যবসায়ী আকাশ গুপ্ত
গাড়িতে করে ব্যবসায়ীর কাছে হাজির হয় অভিযুক্তরা
'নিজেদের পুলিশ বলে পরিচয় দেয় অভিযুক্তরা'
পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫ লক্ষ টাকা লুঠের অভিযোগ
বাধা দিলে ব্যবসায়ী ও তাঁর বন্ধুকে বেধড়ক মারধরের অভিযোগ
'গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয় ব্যবসায়ীর বন্ধুকে'
'পরে অজয়নগর মোড়ে গাড়ি থেকে ফেলে দেওয়া হয় ওই যুবককে'
পঞ্চসায়র থানায় অভিযোগ দায়ের ব্যবসায়ীর
ঢোলাহাট থেকে গ্রেফতার অভিযুক্ত নুর ইসলাম ও সোমনাথ চক্রবর্তী
নেপথ্যে কোনও বড় চক্র? খতিয়ে দেখছে পুলিশ
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
District News: দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে 'অপহরণ করে খুন', নাম জড়াল BDO-র দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে 'অপহরণ করে খুন', নাম জড়াল BDO-র
এবিপি আনন্দে বিস্ফোরক দাবি দোকান মালিক ও প্রত্যক্ষদর্শীর
স্বর্ণ ব্যবসায়ীর দোকান মালিককেও অপহরণের অভিযোগ
'একজন বিডিও এসে স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নিয়ে গেছিল'
'আমাকে দত্তাবাদ থেকে গাড়িতে তোলা হয়'
'নীলবাতি লাগানো গাড়ি এসেছিল, সাইরেন বাজচ্ছিল'
'আমাকে ও স্বর্ণ ব্যবসায়ীকে দুটি আলাদা গাড়িতে তোলা হয়'
'স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে অনেক দ্রত গতিতে ছুটছিল গাড়ি'
'বিডিও ও স্বর্ণ ব্যবসায়ী ওই গাড়িতে ছিলেন'
'নিউটাউনের একটি বহুতলের সামনে আমাকে নামিয়ে দেয়'
'স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে ওই বহুতলে ঢুকে যান বিডিও'
আমাকে ওই বহুতলের সামনে ছেড়ে দেওয়া হয়, দাবি দোকান মালিকের
মঙ্গলবার অপহরণের অভিযোগ, বৃহস্পতিবার ব্যবসায়ীর দেহ উদ্ধার
নিউটাউনের যাত্রাগাছিতে খালের ধারে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ
বিধাননগর দক্ষিণ থানায় অপহরণ করে খুনের অভিযোগ দায়ের
মেদিনীপুরের মোহনপুরের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
District News: দুই রাজ্যের দুই ভোট কেন্দ্রে ভোটার লিস্টে বিধায়কের নাম, যা নিয়ে রাজনৈতিক তরজা আসানসোলে দুই রাজ্যের দুই ভোট কেন্দ্রে ভোটার লিস্টে বিধায়কের নাম । যা নিয়ে রাজনৈতিক তরজা আসানসোলে । অভিযোগ সিপিএম ও বিজেপি উভয়েই সমাজ মাধ্যমে পোষ্ট করে জানতে চেয়েছে যে জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিংহের কয়টি ভোটার কার্ড রয়েছে । যদিও নির্বাচন কমিশনের ঘাড়ে বন্দুক রেখে নিজের দায়িত্ব সেরেছেন হরেরাম । অন্য দিকে বিরোধীরা সোচ্চার হয়েছেন হরেরামের এই কীর্তিতে । তাদের অভিযোগ পশ্চিম বর্ধমানের জামুড়িয়া ছাড়াও হরেরাম সিংহের নাম রয়েছে উত্তর প্রদেশের বালিয়ায় । যদিও দুই জায়গার এপিক কার্ড নাম্বার আলাদা ।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
SIR News: SIR সংঘাতের আবহে ফের রাজ্যে কমিশনের টিম SIR সংঘাতের আবহে ফের রাজ্যে কমিশনের টিম
দিল্লি থেকে আজ ফের রাজ্যে নির্বাচন কমিশনের বিশেষ দল
শিলিগুড়িতে এল কমিশনের ৩ সদস্যের প্রতিনিধি দল
৩ দিনের সফরে ৩ জেলাশাসকের সঙ্গে বৈঠক করবে কমিশনের টিম
বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালও
কাল আলিপুরদুয়ার ও কোচবিহারে জেলাশাসকের অফিসে বৈঠক
পরে জলপাইগুড়িতেও যাবে নির্বাচন কমিশনের বিশেষ টিম
টিমের নেতৃত্বে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী
জ্ঞানেশ ভারতীর সঙ্গে থাকবেন কমিশনের আরও ২ আধিকারিক
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
SIR Controversy: কোথাও চায়ের দোকানে, কোথাও বাস স্ট্যান্ডেই SIR ফর্ম বিলি! কোথাও চায়ের দোকানে, কোথাও বাস স্ট্যান্ডেই SIR ফর্ম বিলি!
দুর্গাপুরে বাস স্ট্যান্ডেই ফর্ম বিলিতে অভিযুক্ত BLO
বাড়ি বাড়ি না গিয়ে কেন বাস স্ট্যান্ডে? প্রশ্ন বিজেপির
'ক্লান্ত হয়ে পড়েছি, তাই বাস স্ট্যান্ডে, কাউকে ডাকিনি'
ফর্ম বিলি-বিতর্কের মুখে দাবি BLO সুষমা ভৌমিকের
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Abhishek Banerjee: 'BLO-দের ছায়াসঙ্গী হিসেবে থাকতে হবে BLA-দের', নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের BLO-দের ছায়াসঙ্গী হিসেবে থাকতে হবে BLA-দের। এক মিনিটের জন্যেও BLO-দের ছাড়বেন না। আগামী ৬ মাস আমাদের কাছে অ্যাসিড টেস্ট। SIR নিয়ে ভার্চুয়াল বৈঠকে এমনই নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়: সূত্র
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Fake Medicine: জাল থেকে নিম্নমানের ওষুধে ছয়লাপ বর্ধমান? বিভিন্ন দোকান থেকে নেওয়া অ্যান্টিবায়োটিকের নমুনা ফেল! জাল থেকে নিম্নমানের ওষুধে ছয়লাপ বর্ধমান?
বিভিন্ন দোকান থেকে নেওয়া অ্যান্টিবায়োটিকের নমুনা ফেল!
বিভিন্ন দোকান থেকে নেওয়া রক্তচাপের ওষুধের নমুনাও ফেল!
একটি ওষুধ জাল, আরেকটি নিম্নমানের: রাজ্য ড্রাগ কন্ট্রোল
রাজ্য ড্রাগ কন্ট্রোলের ল্যাবে গিয়েছিল অ্যামক্সিক্ল্যাভ 625, টেমলিসার্টন 40
হিমাচল প্রদেশ, হরিদ্বারের সংস্থার তৈরি ২টি ওষুধই পরীক্ষায় ফেল
'প্যাকেট থেকে বের করতেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে ওষুধ'
২টি ওষুধের নমুনা নিয়ে জানাল রাজ্য ড্রাগ কন্ট্রোল: সূত্র