কলকাতা: বিহারের পর এবার এ রাজ্যে SIR-এর পালা। রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের বিশেষ টিমও। এই আবহে আবার তালিকা থেকে প্রায় ১ কোটি ২০ লক্ষ অবৈধ ভোটারদের নাম বাদ যাবে বলে দাবি করলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।
এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই, ভোটমুখী পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হবে SIR? সূত্রের খবর, দফায় দফায় বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা জানতে চেয়েছেন, SIR-এর বিজ্ঞপ্তি প্রকাশের পর 'এনুমারেশন ফর্ম' অর্থাৎ SIR-এর জন্য আবেদনপত্র ৩ থেকে ৪ দিনের মধ্যে অন্তত ২০% ছাপানো কি সম্ভব? যাবতীয় প্রস্তুতি ১১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনের বিশেষ দল। সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা বৈঠকে এও জানতে চেয়েছেন, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা 'SIR' নিয়ে কতটা প্রস্তুত? সূত্রের খবর, বিহারের প্রসঙ্গ উত্থাপন কমিশনের কর্তারা জানিয়েছেন, নিয়ম না মানায় বিহারে একাধিক অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল বিকেলে রাজারহাট গোপালপুর ও রাজারহাট নিউটাউন বিধানসভার প্রায় ৬০০ জন BLO কে নিয়ে বৈঠক করেন তাঁরা।
ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য়ে এল নির্বাচন কমিশনের বিশেষ দল। বুধ ও বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাদের। সূত্রের খবর, তাদের বিশেষ নজর রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার দিকে। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট।যে কোনওদিন শুরু হয়ে যেতে পারে ভোটার তালিকার বিশেষ সংশোধন। তোড়জোড় চলছে জোরকদমে। মঙ্গলবার সেই প্রসতুতি খতিয়ে দেখতে রাজ্য়ে এল নির্বাচনের কমিশনের বিশেষ টিম। সূত্রের খবর, কমিশনের বিশেষ নজর রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। এই তিন জেলা নিয়ে আলাদা বৈঠক করবে নির্বাচন কমিশনের বিশেষ টিম।এছাড়া রাজারহাট গোপালপুর এবং রাজারহাট নিউটাউন, এই দু'টি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী আধিকারিক সহ প্রায় ৫০০ জন BLO-র সঙ্গে দেখা করবেন নির্বাচন কমিশনের অফিসাররা।
বুধবার উত্তরবঙ্গ ছাড়া সব জেলার জেলাশাসক, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ERO-দের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। তারপর রাজারহাট গোপালপুর এবং বারাসাতে যাবেন। বৃহস্পতিবার সকালে কোলাঘাটে তিন জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক। সূত্রের খবর, সরকারি কর্মী বাদ দিয়ে বেসরকারি কর্মীদের BLO হিসেবে নিয়োগের অভিযোগ তুলেছে বিজেপি। এর মধ্যে বাঁকুড়া এবং ঝাড়গ্রাম নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ ছিল। নির্বাচন কমিশন সূত্রে খবর, বাঁকুড়ায় ২০০২ সালের তুলনায় ২০২৫ এর ভোটার তালিকায় অনেক নাম পাওয়া যায়নি। সেসব খতিয়ে দেখা হবে।