সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর : ধড় থেকে আলাদা হয়ে গেছে মাথা! SIR-শুনানি বিক্ষোভের নামে, উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় ভাঙা হল গান্ধী মূর্তি। বৃহস্পতিবার রাত পর্যন্ত, মূর্তির এক অংশ মাটিতে পড়ে থাকতে দেখা গেলেও সকাল থেকে তাও নিখোঁজ হয়ে গেছে।

Continues below advertisement

এ এক ভয়ঙ্কর দৃশ্য। শুক্রবার চাকুলিয়ার গোয়ালপোখর ২ নম্বর BDO অফিসের সামনে গিয়ে দেখা গেল, কার্যত ধ্বংসস্তূপে পরিণত গোটা এলাকা। প্রশাসনিক ভবনে ঢোকার মুখে গান্ধীমূর্তি পড়ে রয়েছে ভাঙা অবস্থায়। BDO অফিসের সামনে পড়ে আছে ছাইয়ের স্তূপ । চারপাশে পড়ে থাকা ভাঙা জিনিসপত্র হাতে হাতে সরাতে দেখা গেল কর্মীদের একাংশকে। বৃহস্পতিবারে তছনছ হয়ে যাওয়া BDO অফিসে SIR শুনানির জন্য এসে হাপিত্য়েশ অপেক্ষায় থাকতে হল মানুষজনকে। এদিন বৃহস্পতিবার BDO অফিসে ভাঙচুর-তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ২১। রাজ্যের মুখ্য় নির্বাচনী আধিকারিকের দফতরেও জমা পড়েছে পুলিশের রিপোর্ট।

চাকুলিয়ায় ধুন্ধুমার       

Continues below advertisement

বৃহস্পতিবার,  বেনজির তাণ্ডবের সাক্ষী থাকে উত্তর দিনাজপুরের চাকুলিয়ার BDO অফিস। দিনভর সেখানে জ্বলে আগুন। পুলিশের গাড়ি লক্ষ্য করে চলে ব্যাপক ইটবৃষ্টি। আক্রান্ত হন খোদ চাকুলিয়া থানার IC রাজু সোনার সহ ৬ জন পুলিশকর্মী। স্থানীয় সূত্রে খবর, চাকুলিয়ায় প্রথম দফায় শুনানির পরও একাধিক ত্রুটির অভিযোগে, নির্বাচন কমিশনের তরফে, শুধুমাত্র চাকুলিয়া ব্লকেরই অন্তত ৬৯ হাজার ভোটারকে শুনানিতে তলব করা হয়। বৃহস্পতিবার, কমিশনের এই পদক্ষেপের বিরোধিতায় ক্ষোভ আছড়ে পড়ে চাকুলিয়ার একাধিক এলাকায় চলে বেনজির বিক্ষোভ। কিন্তু প্রশ্ন উঠছে, কেন এভাবে BDO অফিসে তাণ্ডব চালানো হল? শুধুই কি SIR-ক্ষোভ নাকি সুকৌশলে নথি পুড়িয়ে দেওয়ার চেষ্টা? শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক আকচাআকচি। 

তৃণমূল বনাম বিজেপি           

এই ঘটনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ' প্রথমত এই ধরনের ঘটনা কোনও দল সমর্থন করে না। কিন্তু মানুষকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, এতো ক্ষোভের বহিঃপ্রকাশ। আজকে ৮০-৮২ বছরের লোকেদের নোটিস দিয়ে ডেকে পাঠাচ্ছে।  '

কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের অভিযোগের তির তৃণমূলের দিকেই। বিজেপির দাবি, পরিকল্পনামাফিক হিংসা ছড়াচ্ছে তৃণমূল। আর তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেন, আসলে সকলেই SIR-উদ্বেগে বিচলিত।