রুমা পাল, কলকাতা: ভোটার তালিকায় নিবিড় সংশোধন, অর্থাৎ SIR নিয়ে তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। সেই আবহেই পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ায় বড় ধরনের গাফিলতির অভিযোগ তুলল নির্বাচন কমিশন। মাইক্রো আবজার্ভারদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ। গাফিলতি হলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারিও দেওয়া হল। কোনও রকম অস্বচ্ছতা, ঢিলেমি বরদাস্ত করা হবে না বলে জানাল কমিশন। (SIR in Bengal)

Continues below advertisement

পশ্চিমবঙ্গে SIR নিয়ে বড় ধরনের গাফিলতি পাওয়া গিয়েছে বলে দাবি কমিশনের। কমিশনের দাবি, একাধিক জেলায় মাইক্রো অবজার্ভাররা সঠিক ভাবে দায়িত্ব পালন করেননি। ভোটারদের জমা দেওয়া নথি, সই এবং পরিচয় যাচাইয়ে গাফিলতি রয়ে গিয়েছে। কমিশন জানিয়েছে, SIR প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা জরুরি। কোনও রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না। দায়িত্ব পালনে গাফিলতি হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে কমিশন। (SIR in West Bengal)

SIR প্রক্রিয়ায় মাইক্রো অবজার্ভারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকারি কর্মীদেরই এই কাজে নিয়োগ করা হয়েছিল। কিন্তু কমিশনের দাবি, SIR-এর বড় ধরনের গাফলতি রয়েছে। অভিযোগ, একাধিক জেলায় SIR-শুনানি চলাকালীন মাইক্রো অবজার্ভাররা নির্ধারিত কাজ ঠিক করে করেননি, জমা দেওয়া নথি, পরিচয় ও স্বাক্ষর যাচাইয়ে ঘাটতি রয়ে গিয়েছে। এমনকি ডিজিটাল এনুমারেশন ফর্ম যাচাই জন্ম-মৃত্যু সংক্রান্ত নথির সঙ্গে ভোটার তালিকার মিল, দাবি ও আপত্তি সংক্রান্ত নথি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজেও গাফিলতি রয়েছে বলে পর্যবেক্ষণে পেয়েছে কমিশন। আর তাই কমিশন জানিয়েছে, ভবিষ্যতে দায়িত্ব পালনে গাফিলতি পাওয়া গেলে, অনিয়ম চোখে পড়লে কড়া ব্যবস্থা নেওয়া হবে। 

Continues below advertisement

বিধানসভা নির্বাচনের আগে SIR নিয়ে এই মুহূর্তে তপ্ত রাজ্য রাজনীতি। রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষকে চূড়ান্ত হয়রানিরশিকার হতে দেখা গিয়েছে। ভূরি ভূরি অভিযোগ উঠে এসেছে সেই মর্মে। এমন পরিস্থিতিতে এদিন ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লেখেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনই রাজ্যে আরও চারজন স্পেশ্যাল রোল অবজার্ভার নিয়োগ করেছে কমিশন। ন্যাশনাল হেল্থ অথরিটির ডেপুটি ডিরেক্টর শৈলেশ, ত্রিপুরার সেনসাস অপারেশনের ডিরেক্টর রতন বিশ্বাস, যুব ও ক্রীড়া মন্ত্রকের ক্রীড়া বিভাগের ডিরেক্টর সন্দীপ রেওয়জি রাঠোর এবং সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের দিব্যাঙ্গজন ক্ষমতায়ন বিভাগের ডিরেক্টর বিকাশ সিংহকে নিয়োগ করা হয়েছে। নির্বাচনে কমিশন সূত্রে খবর, SIR শুনানির কাজের তদারকিতেই এরাজ্যে আসছেন ওই অবজার্ভাররা।

সূত্রের খবর, লজিক্যাল Discrepancy থাকা ৯৪ লক্ষ ৪৯ হাজার ভোটারকেই শুনানিতে ডাকতে চলেছে নির্বাচন কমিশন। আগামী সপ্তাহ থেকেই শুরু হতে পারে শুনানি। তার আগেই চারজন স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ করল কমিশন।