West Bengal Voter List Draft Live Updates: নাম না থাকা ভোটারদের অভিযোগ নিতে আজ থেকেই বুথে BLO-রা

Bengal SIR Draft List Live Updates: প্রতীক্ষার অবসান, প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা। নির্বাচনের কমিশনের অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাচ্ছে খসড়া তালিকা।

Advertisement

ABP Ananda Last Updated: 16 Dec 2025 02:23 PM

প্রেক্ষাপট

প্রতীক্ষার অবসান, প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা। নির্বাচনের কমিশনের অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাচ্ছে খসড়া তালিকা। voters.eci.gov.in এই ওয়েবসাইটে ক্লিক করলেই মিলবে তালিকা। কমিশনের অ্যাপ ECINET-এও প্রকাশিত খসড়া ভোটার তালিকা।...More

Draft Voter List Live Updates: নাম না থাকা ভোটারদের অভিযোগ নিতে আজ থেকেই বুথে BLO-রা

নাম না থাকা ভোটারদের অভিযোগ নিতে আজ থেকেই বুথে BLO-রা। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের সাউথ ক্যালকাটা গার্লস কলেজে অপেক্ষায় BLO-রা। অভিযোগ নেওয়ার অপেক্ষায় ৫টা বুথের BLO-রা। 

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.