রুমা পাল, কলকাতা: ভোটার তালিকায় নিবিড় সংশোধন, অর্থাৎ SIR-এর কাজ একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। আর তাতে এখনও পর্যন্ত ৪৬ লক্ষ ২০ হাজার নাম 'বাদ' যেতে পারে বলে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এর মধ্যে মৃত ভোটার হিসেবে ২২ লক্ষ ২৮ হাজারের নাম চিহ্নিত করা হয়েছে। নিখোঁজ হিসেবে চিহ্নিত হয়েছে ৬ লক্ষ ৪১ হাজার নাম। স্থানান্তরিত হয়েছেন, এমন ১৬ লক্ষ ২২ হাজার নাম চিহ্নিত করা হয়েছে। ডু্প্লিকেট ভোটার হিসেবে ১ লক্ষ ৫ হাজার নাম পেয়েছে কমিশন। (SIR in Bengal)

Continues below advertisement

মৃত ভোটার সবচেয়ে বেশি কোথায়?

মৃত ভোটারের সংখ্যা কলকাতা উত্তরেই সবচেয়ে বেশি বলে জানা যাচ্ছে। সেখানে মৃত ভোটারের সংখ্যা ১ লক্ষ ৪ হাজার ৭৬।  এখনও পর্যন্ত কলকাতা দক্ষিণে ৫৪ হাজার ৯৮৫ জন মৃত ভোটারের হদিশ পাওয়া গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় ২ লক্ষ ৭৯ হাজার মৃত ভোটারের খোঁজ মিলেছে।এর পরই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে ২ লক্ষ ৮৮ হাজার মৃত ভোটার পাওয়া গিয়েছে। মৃত ভোটারের সংখ্যা সবচেয়ে কম পূর্ব মেদিনীপুরে, ৫৯ হাজার ৮০০। (SIR in West Bengal)

Continues below advertisement

২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই যাঁদের, তাঁদের তথ্য পুনরায় যাচাইয়ের নির্দেশ

২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকাদের উপর বিশেষ নজর রয়েছে নির্বাচন কমিশনের। ২০০২ সালের তালিকায় যাঁদের নাম নেই, তাঁদের তথ্য আবারও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে তারা। যেসব বুথে 'নট ভেরিফায়েডে'র সংখ্যা বেশি, সেখানে পর্যবেক্ষকদের চেকিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। বাবার নাম না থাকলে, মা-দাদুর তথ্য দিয়ে ম্যাপিংয়ের নির্দেশ দিয়েছে কমিশন।

  • SIR-এ এখনও পর্যন্ত ৪৬ লক্ষ ২০ হাজার নাম 'বাদ' যেতে পারে বলে চিহ্নিত করা হয়েছে
  • মৃত ভোটার হিসেবে ২২ লক্ষ ২৮ হাজারের নাম চিহ্নিত
  • নিখোঁজ হিসেবে ৬ লক্ষ ৪১ হাজারের নাম চিহ্নিত
  • স্থানান্তরিত হিসেবে ১৬ লক্ষ ২২ হাজারের নাম চিহ্নিত
  • ডুপ্লিকেট ভোটার হিসেবে ১ লক্ষ ৫হাজারের নাম চিহ্নিত
  • মৃত ভোটার সব চেয়ে বেশি কলকাতা উত্তরে, ১ লক্ষ ৪ হাজার ৭৬
  • এখনও পর্যন্ত কলকাতা দক্ষিণে ৫৪ হাজার ৯৮৫জন মৃত ভোটারের হদিশ
  • এখনও পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনায় ২ লক্ষ ৭৯ হাজার মৃত ভোটারের হদিশ
  • তারপরেই উত্তর ২৪ পরগনা, ২ লক্ষ ৮৮ হাজার মৃত ভোটারের হদিশ
  • মৃত ভোটারের সংখ্যা সবচেয়ে কম পূর্ব মেদিনীপুরে, ৫৯ হাজার ৮০০

নির্বাচন কমিশন জানিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নাম ছিল না, যাঁরা মা-বাবা বা আত্মীয়স্বজনের নামের সঙ্গে ম্যাপিং করিয়েছিলেন, তাঁদের তথ্য় আবারও যাচাই করতে হবে। হাইরাইজ বিল্ডিংগুলিতে বুথ গড়ার কথা বার বার বলছিল কমিশন, সেখানে অনীহা চোখে পড়ছিল। সে নিয়েও কমিশন নির্দেশ দিয়েছে নতুন করে। বলা হয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, হাওড়া, হুগলি-র মতো জায়গায় হাইরাইজ বিল্ডিংগুলিতে বুথ করার মতো জায়গা আছে কি না তথ্য দিতে হবে ৬ ডিসেম্বরের মধ্যে।

২২০৮ নয়, ৪৮০ বুথেই শুধু মৃত, ডুপ্লিকেট ও স্থানান্তরিত ভোটার নেই

অন্য দিকে, ২২০৮টি বুথ থেকে এনুমারেশন ফর্ম ডিজিটাইজড হয়ে ফিরেছিল। কোনও মৃত ভোটার ছিল না বলে দেখা গিয়েছিল আগে। কিন্তু এখন দেখা যাচ্ছে, ৪৮০টি বুথেই শুধু মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার এবং স্থানান্তরিত ভোটার নেই। অর্থাৎ যখন যেমন রিপোর্ট আসছে, সেই নিয়ে বিচার বিবেচনা হচ্ছে পুনরায়। সমস্ত অভিযোগ নিরসনের চেষ্টাও চলছে। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী BLO-দের নিয়ে অভিযোগ করেছেন। তা নিয়েও রিপোর্ট তলব করেছে কমিশন।