কলকাতা : ভোটার তালিকা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী, মৃত ভোটার এবং ডুপ্লিকেট ভোটার খুঁজে বার করতে যে SIR প্রক্রিয়া চলছে, তা নিয়েও রাজনৈতিক চাপানউতোর এখন চরমে। সেই সঙ্গে মানুষের মনেও হাজারো প্রশ্ন। কবে শুনানি হবে। কাদের ডাকা হবে। কারা আগে ডাক পাবেন, কারা পরে। এই সব কিছু নিয়ে SIR সংক্রান্ত বড় তথ্য দিল নির্বাচন কমিশন সূত্র। 

Continues below advertisement

কাদের আগে শুনানির নোটিশ গেওয়া হবে ?              

নো ম্যাপিং অর্থাৎ যেসব ভোটার তার নিজের বা নিকটাত্মীয় কারও নাম ২০০২ সালের ভোটার তালিকা থেকে ম্যাচ করাতে পারেননি, এরকম  ৩০ লক্ষের বেশি ভোটার রয়েছে। তাদের সকলকেই হিয়ারিংয়ে ডাকা হবে। কমিশন সূত্রে দাবি, ১ কোটি ৬৭ লক্ষ ভোটারের দেওয়া তথ্যে অসঙ্গতি রয়েছে। ৩২ লক্ষ আনম্যাপিংয়ের মধ্যে ২০ লক্ষকে শুনানির নোটিস পাঠানো হচ্ছে।  শুনানির জন্য ২০ লক্ষ নোটিস পাঠানোর প্রস্তুতি নিয়ে ফেলেছে কমিশন। জানানো হয়েছে , ৩২ লক্ষ  আনম্যাপড ভোটারের মধ্যে ২০ লক্ষের জন্য প্রথমে নোটিস ইস্যু করা হচ্ছে  কমিশনের তরফে। ১ দিনে ডাকা হবে ১৫০ জনকে। আনম্যাপিং শেষ হলে দেখা হবে, যাঁদের তথ্যে অনিয়ম ও অসঙ্গতি রয়েছে। খবর, কমিশন সূত্রে।   

Continues below advertisement

 SIR নিয়ে শুনানি শুরু  কবে?

আগামী ২৭ তারিখ থেকে SIR নিয়ে শুনানি শুরু হতে চলেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, শুনানিতে নজরদারি করবেন মাইক্রো অবজার্ভাররা। এজন্য রাজ্যে নিযুক্ত ৪ হাজার ৬০০ কেন্দ্রীয় সরকারি আধিকারিককে মাইক্রো অবজার্ভার হিসেবে নিয়োগ করা হয়েছে। SIR-এর শুনানি শুরুর আগে, বুধবার, নজরুল মঞ্চে মাইক্রো অবজারভারদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। এদিনের বৈঠকে হাজির ছিলেন স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত সহ নির্বাচন কমিশনের আধিকারিকরা। 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কবে ?

কমিশন সূত্রে দাবি, ১ কোটি ৬৭ লক্ষ ভোটারের দেওয়া তথ্যে অসঙ্গতি রয়েছে। এঁদের আগামী দিনে কী হবে? ভোটার তালিকায় ভূত ধরতে ঝাড়াই বাছাইয়ে নেমেছে নির্বাচন কমিশন। কিন্তু সেই ঝাড়াই বাছাইয়েও উঠে আসছে অসঙ্গতি। এখানেই প্রশ্ন আগামী দিনে ভোটার তালিকায় সম্পূর্ণ স্বচ্ছতা আসবে তো? সেটাই এখন দেখার। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ১৪ ফেব্রুয়ারি।