কলকাতা : 'কোনও বৈধ ভোটার বাদ যাবে না।' SIR-নিয়ে সর্বদলীয় বৈঠকের পরেই এমন আশ্বাস দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। যদিও সর্বদলীয় বৈঠকের পর সাংবাদিক বৈঠকে একাধিক প্রশ্ন তুলল রাজ্যের শাসকদল তৃণমূল থেকে শুরু করে বামেরা। অন্যদিকে, এসআইআর-কে স্বাগত জানিয়েছে বিজেপি।
সর্বদলীয় বৈঠকে এসআইআর নিয়ে একাধিক প্রশ্ন তোলার কথা জানায় তৃণমূল। অরূপ বিশ্বাস বলেন, "আমরা প্রশ্ন করেছিলাম যে ২০০২ সালে যখন এসআইআর হয়েছিল,তখন সেটা শেষ হতে দুই বছর সময় লেগেছিল। কেন আজ আপনারা গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন ? মাত্র দুই-আড়াই মাসের মধ্যে আজ বাংলার ৮ কোটি-সাড়ে ৮ কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছেন কোন রাজনৈতিক দলের কথায় ? কাদের ইঙ্গিতে ? কাদের খুশি করার জন্য নির্বাচন কমিশন এই কাজ করছে ? এই প্রশ্ন আজ আমরা নীতিগতভাবে করেছি। তার কোনও সদুত্তর আমরা পাইনি। নির্বাচন কমিশনের কোনও অধিকার নেই মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। ভারতের নাগরিক, এই সার্টিফিকেট নির্বাচন কমিশন দিতে পারে না। সুপ্রিম কোর্ট আধার কার্ডকে মানত্য দিল। আর নির্বাচন কমিশন বলল, আধার কার্ড আইডেটটিটি, নট আ সিটিজেনশিপ। এটা একেবারে পূর্বপরিকল্পিত। এনআরসি এবং সিএএ চালু করার জন্য তারা সুপরিকল্পতিভাবে এটা করছে।"
একইভাবে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "নির্ভুল ভোটার লিস্ট নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশনের দায়িত্ব জন্মস্থান খুঁজে সিটিজেনশিপ অ্যানাউন্স করা নয়। ১২টা সার্টিফিকেটের কথা বলা হয়েছে। একটাতে লেখা আছে যে এটা নাগরিকত্বের প্রমাণ নয়। তাহলে বাকি ১১টা কি নাগরিকত্বের প্রমাণ ? বলতে পারেনি। দুই, সিটিজেনশিপ অথবা সিটিজেনশিপ না, এটা বলার অধিকার নির্বাচন কমিশনকে কে দিয়েছে ? এরকম অনেক জায়গা আছে যাদের কাছে ১১টার কোনওটাই নেই। একমাত্র হয়ত আধার আছে। বাকিগুলোর নেই। সেগুলোর ক্ষেত্রে কী হবে ? ওরা বলেছে এগুলো আমরা দেখব।"
নির্বাচন কমিশনের এসআইআর ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিজেপি। শিশির বাজোরিয়া বলেন, "বিএলএ-র নাম আমরা খুব কম দিলাম। ইচ্ছাকৃতভাবে আমরা কম দিলাম। যত নাম দিলাম, ওদের কাছে হুমকি-ধমকি আসতে শুরু করে দিয়েছে। অবাক লাগল, আজ তৃণমূল বলছে বিএলএ-দের সুরক্ষা দিন। আমরা সহমত হলাম। আপনারা যখন বিএলএ ২-র জন্য সুরক্ষা চাইছেন, বিএলএ-২ তো প্রত্যেক বুথে যাবেন। অলরেডি এটা আরম্ভ হয়ে গেছে... হুমকি-ধমকি। আমরা নির্বাচন কমিশনকে বলেছি প্রায় ৬ হাজার ভুল বিএলও নিযুক্তির লিস্ট দিয়েছি... তার কী অ্যাকশন হয়েছে সেটা একটু দেখান।"