Continues below advertisement

কলকাতা: বৃহস্পতিবারই শেষ হয়েছে SIR-এর এনুমারেশন ফর্ম ফিলআপের পর্ব মঙ্গলবার প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা তারপরও শুক্রবার ফের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে দেখা গেল BLO-দের একাংশের বিক্ষোভ এরই মধ্যে স্কুলে স্কুলে বিএলও-দের জন্য গেল চিঠি!                 

SIR প্রক্রিয়া যতদিন চলবে, ততদিন ফুলটাইম কাজ করতে হবে BLO-দের- রাজ্যের সমস্ত স্কুলগুলিকে চিঠি DEO দফতরের সেখানে বলা হয়েছে, 'যে সমস্ত শিক্ষকরা BLO-র কাজে নিযুক্ত আছেন যতদিন SIR প্রক্রিয়া চলছে, ততদিন পুরো সময়ের জন্য কাজ করতে হবে'।                                            

Continues below advertisement

SIR শুরু হওয়ার পর থেকেই নানা অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছেন BLO-দের একাংশ। উগরে দিয়েছেন ক্ষোভ। এনুমারেশন ফর্ম ফিলআপ পর্ব শেষের পরও, তা চলছেই। নির্বাচন কমিশন তাদের অ্যাপে এবার 'সিমিলার ফটো ইলেক্টর ভেরিফিকেশন' নামে নতুন অপশন এনেছে। যেখানে বলা হয়েছে, 'একই ছবি একাধিক ভোটারের ক্ষেত্রে ব্যবহার হলে ফের পরীক্ষা করতে হবে পরীক্ষা করে সেই রিপোর্ট BLO অবিলম্বে পাঠাবেন নির্বাচন কমিশনকে'। এই নতুন নির্দেশিকার বিরুদ্ধেই আওয়াজ তুলেছেন তৃণমূলপন্থী সংগঠন 'BLO অধিকার রক্ষা কমিটি'।

এনুমারেশন পর্ব শেষের পরেও অতিরিক্ত কাজের চাপ দেওয়ার অভিযোগ তুলেই প্রতিবাদে সামিল বিএলওদের- একাংশ বিক্ষোভকারী BLO-দের কথায়, 'একমাস যাবৎ আমাদের খাওয়া-ঘুম সমস্ত কিছু শেষ হয়ে গেছে। প্রপার ট্রেনিং, নির্দিষ্ট কৌশল সেগুলো আমাদের না শিখিয়ে হঠাৎ করে চাপিয়ে দেওয়া, যেগুলো আমরা নিতে পারছি না'। এদিকে, এনুমারেশন ফর্মের তথ্য নির্বাচন কমিশনের পোর্টালে আপলোডের শেষ দিন ছিল বৃহস্পতিবার। তার ঠিক আগের দিন BLO-দের অ্যাপে যোগ করা হয়েছে নতুন অপশন।  আবার BLO-দের অ্যাপে যোগ করা হল নতুন অপশন। এবার ‘মৃত’, ‘স্থানান্তরিত’, ‘অনুপস্থিত’ ও ‘ভুয়ো’ ভোটারদের নিয়ে BLO এবং BLA-দের মিটিং-এর মিনিটস আপলোড করতে হবে। নিত্যনতুন নিয়ম নিয়ে ক্ষুব্ধ BLO-দের একাংশ।  

এদিকে, BLO-দের নিরাপত্তা নিয়ে আরও কড়া নির্বাচন কমিশন এবার ডিজি রাজীব কুমারকে চিঠি নির্বাচন কমিশনের BLO-দের নিরাপত্তা জোরদার করার জন্য চিঠি পাঠাল কমিশন BLO-দের নিরাপত্তা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নিতে হবে, উল্লেখ চিঠিতে