সঞ্চয়ন মিত্র, কলকাতা : ঘনাচ্ছে দুর্যোগ-শঙ্কা ( Sitrang ) । মঙ্গলবার ভোরে  ল্যান্ডফল করবে সিত্রাং । ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার। 



  • ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

  • কাল থেকেই চার জেলায় বৃষ্টির পরিমাণ কমবে।

  • আজ কলকাতা, হাওড়া, হুগলিতে মাঝারি বৃষ্টি হবে।

  • কলকাতা ও হাওড়ায় হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৫০ কিলোমিটার।

  • আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়বে সুন্দরবন এলাকায়।

  • উপকূলবর্তী এলাকায় কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে।

    অন্যদিকে,  সিত্রাং এবং অমাবস্যার কটালের জেরে, সমুদ্রে ৬ মিটার জলোচ্ছ্বাস হতে পারে। এই পরিস্থিতিতে, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য আগাম সতর্ক উপকূলের জেলাগুলো। 

    ইয়াস, আমফান, আয়লার ক্ষত এখনও রাজ্যের বুকে দগদগে হয়ে রয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই ফের আরেক ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। ধেয়ে আসছে সিত্রাং। এই ঘূর্ণিঝড়ের নামটি দিয়েছে তাইল্যান্ড। 

    দুর্যোগ মোকাবিলায় রাজ্যে কী উদ্যোগ
    দীপাবলির আলোর রোশনাইয়ের মাঝেই রাজ্যজুড়ে ঘনাচ্ছে সিত্রাং-এর মেঘ। নবান্ন থেকে দক্ষিণ ২৪ পরগনা, 
    কলকাতা থেকে হলদিয়া পুরসভা, জরুরি বিভাগের সঙ্গে যুক্ত সমস্ত কর্মী-আধিকারিকের ছুটি বাতিল করেছে।
    প্রস্তুত রাখা হয়েছে ত্রাণশিবির। শুকনো খাবার, সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরানো হয়েছে। প্রশাসন সূত্রে খবর,  দুর্যোগ মোকাবিলায়, রাজ্যের ৭টি জেলায় মোতায়েন রয়েছে, NDRF-এর ১৪টি টিম। এর মধ্যে, দক্ষিণ ২৪ পরগনায় ৪টি, পূর্ব মেদিনীপুরে ৩টি উত্তর ২৪ পরগনা ও কলকাতায় ২টি করে,  এছাড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও নদিয়ায় একটি করে টিম মোতায়েন করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে, বাংলা-ওড়িশা সীমান্তে, প্রচার চালাচ্ছে NDRF। উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে পুলিশ ও NDRF-এর তরফে মাইকে প্রচার চলছে। খতিয়ে দেখা হচ্ছে ফ্লাড সেন্টারগুলির অবস্থা। হিঙ্গলগঞ্জে হেমনগর কোস্টাল থানার তরফেও মাইকে প্রচার করা হচ্ছে।