প্রবীর চক্রবর্তী, কলকাতা: নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা স্কুটির (Scooty), মৃত্যু (death) চালক-সহ (driver) ২ যুবকের (youth)। তৃতীয় জন জখম (injured)। বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে হরিদেবপুর (haridevpur) থানার অন্তর্গত কবরডাঙার (kabardanga) কাছে। স্কুটিতে থাকা তিন যুবক মদ্যপ ছিলেন কিনা খতিয়ে দেখছে পুলিশ।
কী ঘটেছিল?
প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে, হরিদেবপুর থানারই মল্লিকপুর থেকে স্কুটিতে করে কবরডাঙার দিকে যাচ্ছিলেন তিন জন। দু-চাকার যানটি গভীর রাতে সম্ভবত দুরন্ত গতিতে ছুটছিল। হঠাতই নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে স্কুটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হরিদেবপুর থানার পুলিশ। তিন জনকে তড়িঘড়ি এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই স্কুটিচালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দ্বিতীয় যুবককে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু তার আগে যা ঘটার ঘটে গিয়েছে। তাঁকেও মৃত বলে ঘোষণা করেন এসএসকেএমের চিকিৎসকরা। তৃতীয় যুবক অর্থাৎ যিনি স্কুটির একদম পিছনে বসেছিলেন তাঁর হাত ভেঙেছে। রাতেই প্রয়োজনীয় চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় তাঁকে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তিন যুবকই বাঁশদ্রোণীর রেনিয়ার বাসিন্দা। তবে তিন জনের কারও পরিচয় জানা যায়নি। কিন্তু তাঁরা কী কারণে হরিদেবপুর থানা এলাকায় এলেন? গভীর রাতে স্কুটিতে চেপে বেরোলেন কেন? স্কুটির গতিই বা এত বেশি ছিল কেন? একগুচ্ছ প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। পাশাপাশি তাঁরা নেশা করেছিলেন কিনা, সেটাও দেখা হচ্ছে। এলাকায় আচমকা এমন ঘটনায় শোক ও ভয়ের আবহ। সঙ্গে প্রশ্ন, রাজ্যের নানা প্রান্তে কেন মাঝেমধ্যেই এমন ঘটনার কথা শোনা যাচ্ছে?
বাইক-দুর্ঘটনা অতীতেও...
গত মাসেই উলুবেড়িয়ার রঘুদেবপুর অঞ্চলে বেপরোয়া বাইক চালাতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন দুজন। নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোর পিছনে বাইকটি ধাক্কা মারলে দুর্ঘটনা ঘটে। দুই বাইক আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উলবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। জানা যায়,মৃতের নাম আকাশ মল্লিক এবং আবুবক্কর মল্লিক। দুইজনের বয়েস যথাক্রমে ১৬ এবং ১৯ বছর। আকাশ ও আবুবক্করের বাড়ি উলুবেরিয়ার খলিশানী পশ্চিমপাড়ায়। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার সময় কারও মাথায় হেলমেট ছিল না। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল, বেপরোয়া বাইক চালানোর ফলেই এই দুর্ঘটনা।
সেই স্মৃতি ফের ফিরল কবরডাঙার ঘটনায়।
আরও পড়ুন:২১ বছর পর সন্তানের অকালমৃত্যুর বিচার পেলেন কলকাতার দম্পতি, ১ কোটি জরিমানা হাসপাতালের