দমদম:  আপ কল্যাণী লোকালে আগুন-আতঙ্ক। দমদমে ঢোকার মুখে আপ কল্যাণী লোকালে ধোঁয়া। ধোঁয়ায় ভরে যায় কল্যাণী লোকালের একটি কামরা। আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন যাত্রী। এখনও দমদম স্টেশনে দাঁড়িয়ে আপ কল্যাণী লোকাল । 

আগেও ট্রেনে আগুন: কিছুদিন আগে ফলকনুমা এক্সপ্রেসে আগুন লাগার খবর প্রকাশ্যে আছে। হায়দরাবাদের কাছে বোম্মাইপল্লি-পাজিডিপল্লি স্টেশনের মধ্যে ট্রেনের তিনটি কোচে আগুন লেগে যায় বলে খবর । কোনওমতে যাত্রীদের ট্রেন থেকে নামানো হয়। কোনও হতাহতের খবর মেলেনি। পাশাপাশি কিছুদিন আগে মহারাষ্ট্রের পালঘরে চলন্ত ট্রেনে ১২ রাউন্ড গুলি চলে। ৩ যাত্রী-সহ ৪ জনের মৃত্যু। নিহতদের মধ্যে রয়েছেন RPF-এর এক এএসআই। অভিযুক্ত RPF কনস্টেবলকে ইতিমধ্যেই গ্রেফতার করে পুলিশ। রেল সূত্রে খবর, ভোর ৫টা ২৩ মিনিটে জয়পুর-মুম্বই সেন্ট্রাল SF এক্সপ্রেসের B-5 কামরায় গুলি চলে। মুম্বইয়ের দিকে যাচ্ছিল ট্রেনটি। সেইসময় ট্রেনের মধ্যেই রেল পুলিশের ASI টিকারামের সঙ্গে বচসায় জড়ান কনস্টেবল চেতন সিং।

সূত্রের খবর, বদলি হওয়ায় অসন্তুষ্ট ছিলেন চেতন। পারিবারিক সমস্যাও ছিল। ট্রেন পালঘর স্টেশন ছাড়তেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন রেল পুলিশের ওই জওয়ান। গুলিবিদ্ধ হন ASI-সহ ৩ যাত্রী। আতঙ্কে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে জখমও হন কয়েকজন। এর মধ্যেই ট্রেন দহিসর স্টেশনের কাছে পৌঁছলে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন অভিযুক্ত RPF জওয়ান। পরে পুলিশ তাঁকে পাকড়াও করে।

কাজ হবে রেললাইন, সিগন্যালের রক্ষণাবেক্ষণ এবং ওভারহেড তারের

 যার জেরে আজ ও কাল পূর্ব রেলের হাওড়া ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন। উইকএন্ড হলেও রাস্তায় বেরনো সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। সপ্তাহান্তে সংস্কার! যার জেরে বাতিল বহু ট্রেন। দুর্ভোগে ট্রেনযাত্রীরা। পূর্ব রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনি ও রবিবার কাজ হবে রেললাইন, সিগন্যাল এবং ওভারহেড তারের রক্ষণাবেক্ষণের। কাজ হবে হাওড়া-বর্ধমান কর্ড লাইন, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া, কাটোয়া-আজিমগঞ্জ এবং খনা-গুমানি শাখায়।  

এই কাজের জন্য প্রচুর লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, শনি-রবিবার কম লোক রাস্তায় বের হন। সেই কথা মাথায় রেখে, সপ্তাহান্তে জরুরি এই কাজ হচ্ছে। শনি ও রবিবার কম লোক রাস্তায় বেরোলেও সেই সংখ্যাটা কম নয়। জরুরি কাজে যাঁরা রাস্তায় বেরিয়েছেন, তাঁদের পড়তে হয়েছে চরম দুর্ভোগে। দুর্ভোগের একই ছবি দেখা গিয়েছে দুই বর্ধমানের বিভিন্ন স্টেশনে। জরুরি কাজে রাস্তায় বেরিয়েও সময় মতো মেলেনি ট্রেন। ট্রেন বাতিল শুধু নয়, বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন ও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।