সোনারপুর: দোলের দিন রং খেলার পর, মত্ত অবস্থায় প্রেমিকাকে (Girlfriend Beaten) মারধরের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোনারপুরের (Sonarpur) ঘাসিয়াড়া এলাকায়। প্রেমিকার দাবি, রং খেলার জন্য গতকাল তাঁকে বাড়িতে ডাকেন প্রেমিক। অভিযোগ, রং খেলা পর মত্ত অবস্থায় গালিগালাজ করায় প্রতিবাদ করেন প্রেমিকা। তার জেরে প্রেমিক ও তাঁর দাদা মিলে ওই যুবতীকে মারধর ও শ্লীলতাহানি (Molestation) করেন বলে অভিযোগ। সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। খতিয়ে দেখছে পুলিশ।


অন্যদিকে তিলজলা (Tiljala Shootout) গুলিকাণ্ডে এবার প্রোমোটিং-যোগ (Promoting) মিলেছে। পুলিশ সূত্রে খবর, আজ সকাল সাড়ে ৭টা নাগাদ তিলজলায় হনুমান মন্দিরের কাছে ৩ রাউন্ড গুলি চলে। প্রতিবেশী রাজু রাইকে লক্ষ্য করে গুলি চালায় স্থানীয় দুষ্কৃতী জীবোধ রাই। বোমাও ছোড়া হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। আক্রান্ত বাবা-ছেলে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। 


আক্রান্তদের পরিবারের দাবি, এলাকায় অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল জীবোধ ও তার চার ভাই। পাশাপাশি, প্রোমোটিং ব্যবসাতেও যুক্ত ছিল। অভিযোগ, প্রোমোটিং বিনিয়োগ করা সত্ত্বেও আক্রান্তদের লাভের অংশ দিতে চায়নি জীবোধ। এ নিয়ে থানার দ্বারস্থ হয় আক্রান্তদের পরিবার। তার জেরেই হামলা বলে অনুমান। এদিন পুলিশ এলাকায় গেলে অভিযুক্তরা ফিল্মি কায়দায় একের পর এক ছাদ টপকে পালানোর চেষ্টা করে। ধাওয়া করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের ডিসি এসইডি সুদীপ সরকার। এলাকায় র‍্যাফ নামানো হয়েছে।


আরও পড়ুন: Kolkata News: বন্ধুর স্ত্রীকে আবির মাখানো নিয়ে অশান্তি, চলল গুলি, দোলের দিন রিজেন্ট পার্কে মৃত্যু ব্য়বসায়ীর


এদিকে গতকাল সিউড়ি পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতে বোমাবাজির ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক দুষ্কৃতীকে। ধৃত শেখ আকবর ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, জেরায় ভাইস চেয়ারম্যানের বাড়িতে হামলার কথা স্বীকার করেছে ধৃত। যদিও হামলার কারণ ঘিরে এখনও ধোঁয়াশা রয়েছে। বুধবার শপথ গ্রহণের পরের দিনই সিউড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান বিদ্যাসাগর রাওয়ের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে