দক্ষিণ ২৪ পরগনা : সোনারপুরে চৌহাটিতে অস্ত্র-সহ গ্রেফতার দুষ্কৃতী। ধৃতের থেকে  উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শটার ও এক রাউন্ড গুলি। আগেও একাধিক অভিযোগে গ্রেফতার জয় ঘোষ, খবর পুলিশ সূত্রে। এদিকে, ধৃত জয় ঘোষ তৃণমূলের সঙ্গে যুক্ত, দাবি বাম-বিজেপির।

আরও পড়ুন, তোলা দিতে অস্বীকার, সোনারপুরে মহিলা ব্যবসায়ীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ TMC কাউন্সিলরের বিরুদ্ধে !

জয় ঘোষ রাজপুর-সোনারপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত সোমবার সোনারপুরের জগদ্দলে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি। কর্মসূচিতে তৃণমূল কাউন্সিলর সোনালি রায়ের বিরুদ্ধে বিক্ষোভেও দেখা যায় জয় ঘোষকে। ধৃত জয় ঘোষ তৃণমূলের সঙ্গে যুক্ত, দাবি বাম-বিজেপির।জয় ঘোষের তৃণমূল যোগ অস্বীকার তৃণমূল কাউন্সিলর সোনালি রায়ের। 

গতবছর, কান্দিতে তৃণমূল নেতার বাড়িতে বোমা-বন্দুক উদ্ধারের ঘটনা প্রকাশ্যে এসেছিল। ঘটনার পর পালিয়ে গিয়েছিলেন তৃণমূল নেতা, গ্রেফতার ৩ অনুগামী। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বাড়িতে ওয়ান শটার-কার্তুজ। তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার ১টি ওয়ান শটার, ৪ রাউন্ড গুলি। কান্দিতে তৃণমূল নেতার বাড়ি থেকে ৪টি তাজা বোমাও উদ্ধার। কেন বাড়িতে আগ্নেয়াস্ত্র, বোমা? তদন্তে পুলিশ।   তৃণমূল নেতার খোঁজে তল্লাশি চালিয়েছিল পুলিশ। 

 পঞ্চায়েত ভোটের আগেও রাজ্যের জেলায় জেলায় অস্ত্র উদ্ধার হয়েছিল। এবার উত্তর ২৪ পরগনার বারাসাতের শাসনে তৃণমূল নেতার বাড়িতে বিপুল অস্ত্রভাণ্ডারের হদিশ মিলেছিল। অভিযুক্তকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে রাত দেড়টা নাগাদ শাসনের খামার রামেশ্বরপুর এলাকায় হানা দিয়েছিল পুলিশ। সুকুর আলি নামে ওই তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল একাধিক আগ্নেয়াস্ত্র।

এসটিএফ সূত্রে খবর, ধৃতের ভেড়ি ও মাটির কারবার রয়েছে। তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য সুকুর আলির। যদিও এর পিছনে বিরোধীদের ষড়যন্ত্র দেখছিল তৃণমূল। তৃণমূল সরকারের সাফল্য শুধু বেআইনি অস্ত্র কারবারে, কটাক্ষ করেছিল বিজেপি। এর আগে মুর্শিদাবাদের ডোমকলে মিষ্টি ব্যবসার আড়ালে পর্দাফাঁস হয় অস্ত্র কারবারের। এবার উত্তর ২৪ পরগনার শাসনে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ অস্ত্র। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে ধরা পড়েছিল শাসকদলের নেতা। এবারেও সামনের বছরেই বিধানসভা ভোট হবে। এদিকে যত ভোট এগিয়ে আসছে, ততই অস্ত্র উদ্ধারের ছবি ধরা পড়ছে।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)