কলকাতা: রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাওয়া দুরুদুরু বুকে, আর আগে শেষবারের মতো ঝালিয়ে নেওয়া সিলেবাস। এটাই তো প্রত্যেক বছরের দস্তুর। অনেক সময়েই দেখা যায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে অটো বা টোটো সার্ভিস দেওয়া হয় পাড়ায় পাড়ায়। একেবারে নিজেদের উদ্যোগেই। পাড়ায় কোনও পরীক্ষার্থী থাকলে মাইক বাজানোর ক্ষেত্রেও সতর্কতা দেখা যায়। তবে এই ছবি একেবারেই আলাদা। মাইক বাজানোর সতর্কতা তো নেই বটেই, উল্টে তারস্বরে মাইক বাজানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত হতে হল পুলিশকেই! প্রথমে হুগলি, তারপরে জলপাইগুড়ি। সরস্বতী পুজোর বিসর্জনে মাইক বাজানোকে কেন্দ্র করে তৈরি হল সমস্যা। শব্দদূষণ নিয়ন্ত্রণ করতে গিয়ে আক্রান্ত হতে হল খোদ পুলিশকেই!
হুগলিতে মাইক বাজানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ
আজ হুগলির পাণ্ডুয়ায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খোঁজ নিয়ে জানা যাচ্ছে, এখনও সরস্বতী পুজোর বিসর্জনের উৎসব শেষ হয়নি পাণ্ডুয়ার একটি পাড়ায়। আজ একেবারে তারস্বরে মাইক চালিয়ে সেই বিসর্জনই হচ্ছিল। পাড়ায় রয়েছে একাধিক মাধ্যমিক পরীক্ষার্থী। প্রধানত তাদের কথা ভেবেই মাইক থামানোর উদ্যোগ নেয় পুলিশ। কিন্তু মাইক বন্ধ করতে গিয়ে বাধার সম্মুখীন হয় পুলিশ প্রথমে বচসা এবং তারপরে হামলা। মাইক বাজানো বন্ধ করতে গিয়ে মাথা ফাটল পান্ডুয়া থানার অফিসারের। ইটের আঘাতে মাথা ফাটল ASI-এর, এক ভিলেজ পুলিশও আহত।
জলপাইগুড়ির গরালবাড়ি-নাগপাড়ায় তারস্বরে মাইক, থামাতে গেলে পুলিশের ওপর হামলা
আর হুগলির পরে জলপাইগুড়ি, বিষয় সেই মাইক। জানা যাচ্ছে, জলপাইগুড়ির গরালবাড়ি-নাগপাড়ায় তারস্বরে মাইক বাজছিল। যথারীতি এলাকায় ছিল প্রচুর মাধ্যমিক পরীক্ষার্থী। পুলিশ মাইক বন্ধ করতে গেলে পুলিশের ওপর হামলা হয় বলে অভিযোগ। জানা যাচ্ছে, কেবল মাইকের আওয়াজ কমাতে বলাতেই পুলিশের উপর হামলা করা হয়েছে। শুধু পুলিশের ওপর হামলারই নয়, অভিযোগ, বেধড়ক মারা হয় পুলিশকে। করা হয় গাড়ি ভাঙচুরও। আহত হয়েছেন একজন পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলেই জানা যাচ্ছে।
আগামীকাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। তাদের মধ্যে ছেলে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ জন এবং মেয়ে ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, ১০ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পাবে সকাল ১০টা ৪৫-এ। পরীক্ষা চলবে সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত।
আরও পড়ুন: Dippendu Biswas: দীপেন্দু বিশ্বাসের জীবন নিয়ে সিনেমা, গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন সোহম চক্রবর্তী