জয়ন্ত রায়, বজবজ : রাস্তা আটকে তৃণমূল কাউন্সিলরের জন্মদিন পালন। ফাটানো হচ্ছে বাজি, ওড়ানো হচ্ছে টাকা। ভিডিও পোস্ট করে এমনই চাঞ্চল্য়কর অভিযোগ করলেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে বিতর্কের মুখে পড়ে যা বলার দলকে বলব বলে জানিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা।


ফাটানো হচ্ছে বাজি, ওড়ানো হচ্ছে টাকা। মাঝ রাস্তায় দাঁড়িয়েই চলছে উদযাপন...হুল্লোড়...। ঘটনার ভিডিও বর্ষবরণের রাতের নয়, বজবজ পুরসভার তৃণমূল কাউন্সিলরের জন্মদিন উদযাপনের।
ভিডিও পোস্ট করে এমনই দাবি করেছেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 


X হ্য়ান্ডেলে তিনি লেখেন, 'এইভাবেই রাস্তা আটকে বজবজ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ লুৎফার হোসেনের জন্মদিন পালন করা হচ্ছে। তৃণমূলের গুন্ডারা বিশ্বাস করে যে তারা সবকিছুর উপর রাজত্ব করতে পারে। কিন্তু তারা বুঝতে পারে না, যে রাস্তাগুলি জনসাধারণের জন্য, এই ধরনের স্টান্ট আয়োজনের জন্য নয়।'


 






স্থানীয় সূত্রে খবর, রবিবার জন্মদিন ছিল এই তৃণমূল কাউন্সিলরের। আর তা উপলক্ষ্য়েই শনিবার রাতে এলাহি আয়োজন করেছিলেন দলীয় নেতা-কর্মীরা। রীতিমতো মাথায় মুকুট, গলায় মালা পরিয়ে জন্মদিন পালন করা হয় তৃণমূল কাউন্সিলরের। সোমবার বিধানসভার বাইরে ফের এই নিয়ে সরব হন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'সব দখল হয়ে গেছে এদের। পুলিশের কিছু করার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক মিটিংগুলোতে যা করেন, নিজের ইমেজ বিল্ড-আপ করার জন্য। কারণ, পুলিশ জানে, এই লুৎফারদের যদি সন্তুষ্ট করে না রাখে, তাহলে বজবজে ভোট লুঠ হবে না। আর বজবজে ভোট লুঠ না হলে তৃণমূল জিতবে না।'


বিতর্কের মুখে পড়ে যা বলার দলকে বলবেন বলে জানিয়েছেন বজবজ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ লুৎফার হোসেন। তিনি বলেন, ' এ বিষয়ে আমি কোনও মন্তব্য করব না। যা বলার আমার দলকে বা আমার নেতাকে বলব।'


ক'দিন আগেই পশ্চিম বর্ধমানের বারাবনিতে থানার মধ্য়ে কেক কেটে তৃণমূল নেতার জন্মদিন পালনের ছবি ভাইরাল হয়। আর, এবার রাস্তা আটকে তৃণমূল কাউন্সিলরের জন্মদিন পালনে বিতর্ক তৈরি হল।