কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে মা কালীর মূর্তি ভাঙা ঘিরে ধুন্ধুমারকাণ্ড। কালীমূর্তি ভাঙাকে কেন্দ্র করে কাকদ্বীপে অশান্তির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল সুন্দরবন পুলিশ জেলার পুলিশ। ভ্যানের ওপর ভাঙা মূর্তি রেখে রাস্তা আটকে চলে বিক্ষোভ-অবরোধ। পুলিশের সামনেই ওঠে ধিক্কার স্লোগান।  পরিস্থিতি এমন দাঁড়ায় শেষ অবধি হস্তক্ষেপ করতে হয় পুলিশকে।

Continues below advertisement

সুকান্ত মজুমদার এই ছবি পোস্ট করে লেখেন, 'মা কালীর প্রতিমা প্রিজন ভ্যানে! এই ঘটনা নিন্দনীয়। লজ্জায় প্রতিটা ভক্তের মাথা নিচু হয়ে গেছে। 

এমনকী, এই ছবি পোস্ট করে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য লেখেন, ' ভোরবেলায় গ্রামের মানুষ দেখেন মা কালীর প্রতিমা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। হিন্দুদের মন্দিরে আঘাত হচ্ছে, প্রতিমা ভাঙা হচ্ছে, অথচ সরকার চুপ। এই রাজ্য়ে কি হিন্দুদের অনুভূতির কোনও মূল্য নেই? তৃণমূল কংগ্রেস যতই ঢেকে রাখতে চাক, মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে - এই রাজ্যে হিনদুরা নিরাপদ নয়, কারণ সরকার চোখ বুজে আছে।' 

Continues below advertisement

এই ইস্যুতে তোপ দেগেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি লিখেছেন, 'দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের সূর্যনগরে কালীঠাকুরের মাথা বাদ চলে গেছে। হিন্দুস্তানে কেন এমন জিনিস হবে? মুঘল-পাঠানরাও সরাসরি হিন্দু ধর্ম, মন্দিরকে শেষ করতে পারেননি, যাঁরা এখন চেষ্টা করছেন, তাঁরাও পারবেন না

এই ছবি পোস্ট করে কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে লেখেন, 'মমতা বন্দোপাধ্যায়ের লজ্জাজনক রাজনীতির কারণে বাংলার প্রতিটি হিন্দু আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে।' 

এদিকে, কাকদ্বীপে মূর্তি ভাঙা প্রসঙ্গে রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, 'কাকদ্বীপের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতে বুধবার সকালে একটি মন্দিরে কালী মূর্তি ভাঙা অবস্থায় পাওয়া যায়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।'                                    

এদিকে, 'স্থানীয়রা ভাঙা মূর্তি নিয়ে জাতীয় সড়ক আটকে বিক্ষোভ দেখায় এবং বিসর্জনে বাধা দেয়। পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। তখন পুলিশ বিক্ষোভকারীদের সরাতে ন্যূনতম বলপ্রয়োগ করে। এরপর মূর্তির বিসর্জনের ব্যবস্থা করা হয়।