ক্যানিং : সাপে কামড়ানোর পর ওঝার কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক। লাঙ হয়নি কোনও। মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম সইদা শেখ(৬৪)। বৃহস্পতিবার বিকেলে কুলতলি থানার অন্তর্গত মেরিগঞ্জে ঘটনাটি ঘটে। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।


এদিন দুপুরে জল যাওয়ার একটি পাইপ ঘাস দিয়ে বন্ধ করতে গেলে সাপে কামড়ায় সইদাকে। পরিবারের সদস্যদের বিষয়টা জানান তিনি। কিন্তু পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে না নিয়ে যাওয়ার পরিবর্তে, তাঁকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঘণ্টা দেড়েক ঝাড়ফুঁক করেও কোনও লাভ হয়নি। গাছ, গাছালি বেঁটে রস খাইয়েও সইদার শারীরিক অবস্থার উন্নতি তো হয়নি, বরং অবস্থা আরও খারাপ হতে থাকে।


এরপর পরিস্থিতি বেগতিক বুঝে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে বলেন ওই ওঝা। পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় সইদার। ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 


মালদায় স্কুলের ভেতরে সাপের ডেরা !     


এর আগে গত মাসের গোড়ার দিকে স্কুল থেকে একের পর এক সাপ উদ্ধারের ঘটনা দেখা গিয়েছিল (Snake Recover)। ক্লাস চলাকালীনই উদ্ধার হয় সাপ। ঘটনাটি ঘটে মালদা গার্লস হাইস্কুলে। যার জেরে দুশ্চিন্তায় পড়ে যায় পড়ুয়া থেকে অভিভাবকরা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তাঁরা। 


সাপ উদ্ধার মালদায় : মিড ডে মিলে বিছের মতো দেখতে পোকা বেরনো থেকে নিম্নমানের সবজি ব্যবহারের অভিযোগ সামনে এসেছে আগেই। এবার মালদার স্কুলে সাপের ডেরা দেখা যায়। একের পর এক সাপ উদ্ধার হয়। স্কুল সূত্রে খবর, অন্তত আটটি গোখরো সাপের হদিশ পাওয়া যায়। আরও সাপ আছে বলে আশঙ্কা। মালদা গার্লস হাই স্কুলের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলে দেড় হাজারেরও বেশি ছাত্রী রয়েছে। জানা যায়, স্কুল চলাকালীনই একের পর এক সাপ উদ্ধার হয়। মূলত স্কুল চত্বরে নৈশপ্রহরীর ঘর এবং আশপাশ এলাকা থেকে সাপ উদ্ধার করা হয়। এই আবহে বন দফতরের সাহায্য চান স্কুল কর্তৃপক্ষ।  স্কুলে ঝোপঝাড় ও অপরিচ্ছন্নতা নিয়ে উদ্বিগ্ন পড়ুয়া থেকে অভিভাবকরা। অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আর্জি জানান তাঁরা।


 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে