পার্থপ্রতিম ঘোষ ও সুকান্ত দাস, কলকাতা: করোনা সংক্রমণ রুখতে অন্যান্য পর্যটন কেন্দ্রের মতো বন্ধ হয়েছে দক্ষিণ ২৪ পরগনার সজনেখালি এবং বকখালিও। বন্ধ সুন্দরবনের জঙ্গল সাফারি। বকখালির সমুদ্র সৈকতে সচেতনতা প্রচার চালাল পুলিশ। কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে। একটু ফুরসৎ পেলেই চট করে ঘুরে আসা-বাঙালির মজ্জায়। দেশের পাশাপাশি বাংলাতেও দুদ্দার গতিতে এগোচ্ছে করোনা সংক্রমণ। কাঁপুনি বাড়িয়েছে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন-ওমিক্রন। করোনাকে বাগে আনতে একগুচ্ছ দাওয়াই দিয়েছে রাজ্য সরকার।


দেশের পাশাপাশি বাংলাতেও লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে আজ থেকে বন্ধ সুন্দরবনের জঙ্গল সাফারি। বন্ধ করে দেওয়া হয়েছে নৌকা অথবা লঞ্চে চড়ে জঙ্গলে ঘোরার অনলাইন বুকিং। জঙ্গলের ভিতরে থাকা পর্যটকদের আজকের মধ্যে ফিরে যেতে বলা হয়েছে। পর্যটকরা সুন্দরবনে আসতে পারলেও, জঙ্গলে প্রবেশ নিষেধ। পর্যটকদের জঙ্গল সাফারিতে নিয়ে যেতে নিষেধ করা হয়েছে নৌকা ও লঞ্চ মালিকদের। 


অন্যদিকে, বকখালিতে সমুদ্র সৈকত প্রায় পর্যটকশূন্য। পুলিশের তরফে মাইকে প্রচার। মাস্ক পরার কথা বলছে পুলিশ।


আজ থেকে বন্ধ রাজ্যের সমস্ত ট্যুরিস্ট স্পট। ডুয়ার্সের বিভিন্ন পর্যটনকেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন পর্যটকরা। মনখারাপ হলেও রাজ্যের এই সিদ্ধান্তে খুশি পর্যটকরা। সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরাও।


সোমবার থেকে ১৫দিনের জন্য তালা পড়ল ডুয়ার্সের পর্যটন কেন্দ্রে। লাটাগুড়ির গরুমারা জাতীয় উদ্যান, মূর্তি, চাপড়ামারির জঙ্গলে পর্যটকদের প্রবেশ নিষেধ। কার সাফারি যেমন বন্ধ হয়েছে, তেমনই বাতিল হয়েছে সন্ধেয় বিনোদনমূলক অনুষ্ঠানও। মনে আফশোস থাকলেও, করোনার দাপট কমাতে প্রশাসনের পদক্ষেপকে সাধুবাদ দিচ্ছেন সকলেই।


এদিকে, আজ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সন্ধে ৭টার পর চলবে না লোকাল ট্রেন। কিন্তু শেষ লোকাল ছাড়ার সময় নিয়ে যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। রেলের তরফে এ ব্যাপারে কোনও নির্দেশিকা জারি করা হয়নি। লোকাল ট্রেনগুলির যাত্রা সন্ধে ৭টার মধ্যে শেষ হবে। এর ফলে প্রান্তিক স্টেশন থেকে ওই সমস্ত লোকাল কখন ছাড়বে তা এখনও স্পষ্ট নয়। ফলে ফেরার সময় নিয়ে সংশয়ের মধ্যেই সপ্তাহের প্রথম কাজের দিন ট্রেনে উঠবেন যাত্রীরা। এর পাশাপাশি, করোনা সংক্রমণ বাড়ায় মেট্রো রেলেও বাড়তি সতর্কতা। টোকেনের পরিবর্তে আজ থেকে ফের মেট্রোয় চালু স্মার্ট কার্ড। রাত ১০টা থেকে বিধিনিষেধ জারি হওয়ায় মেট্রোর সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। রাত সাড়ে ৯টার পরিবর্তে আজ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়।