হিন্দোল দে, ক্যানিং : যুবভারতী স্টেডিয়ামের আতঙ্ক ফিরল ক্যানিং স্টেডিয়ামে। ক্যানিং পশ্চিমে MLA কাপ ফাইনাল ঘিরে তুমুল অশান্তি ছড়াল। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে জখম শিশু-সহ অন্তত ৭ জন। ক্যানিং স্টেডিয়ামে দর্শক আসনের থেকে বেশি লোক ঢুকে পড়ায় এই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় বলে অভিযোগ। সাড়ে ৭ হাজার আসন বিশিষ্ট স্টেডিয়ামে জনপ্রতি ২০ টাকার টিকিট বিক্রি করা হয়। পুলিশের ব্যারিকেড, গেট ভেঙে ঢুকতে গিয়ে হুড়োহুড়ি পড়ে যায় দর্শকদের মধ্যে। খেলা শুরুর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিলেন চিত্রতারকা অঙ্কুশ-ঐন্দ্রিলাও।

Continues below advertisement

বিস্তারিত...

গতকাল ক্যানিং পশ্চিমে MLA কাপ ফাইনাল ছিল। গড়িয়া ও নিউটাউনের টিমের মধ্যে ছিল সেই খেলা। পুলিশ সূত্রে খবর, ক্যানিং স্টেডিয়ামে সাড় ৭ হাজার আসন রয়েছে। তার থেকেও বেশি সংখ্যায় টিকিট বিক্রির অভিযোগ উঠে আসছে। বহু সংখ্যক দর্শক হুড়োহুড়ি করে গেট ভেঙে ভিতরে ঢুকতে যায়। এই সময়ে পুলিশ তাদের বাধা দেয়। কিন্তু, বিশৃঙ্খল পরিস্থিতি এড়ানো যায়নি। ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। বেশ কয়েকজন পদপিষ্ট হয়। এখনও পর্যন্ত পুলিশ সূত্রে খবর, সাতজন পদপিষ্ট হয়েছে। ফাইনাল খেলা শুরু হওয়ার আগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। তাতে ছিলেন অভিনেতা অঙ্কুশ ও ঐন্দ্রিলা। তাঁদের দেখতে এবং খেলা দেখার জন্য দর্শকদের ভিড় জমে যায়। হুড়োহুড়ির জেরে পদপিষ্টের মতো ঘটনা ঘটে। ঘটনার তদন্ত করছে ক্যানিং থানা।

Continues below advertisement

এ প্রসঙ্গে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস বলেন, "গতকাল ফাইনাল ছিল। সামগ্রিকভাবে ১৫ থেকে ১৭ হাজার মানুষের বসার এবং দাঁড়ানোর ব্যবস্থা আছে। ফুটবলের প্রতি মানুষের যে টান-উত্তেজনা, তাতে প্রায় ৭০-৮০ হাজার মানুষের উপস্থিতি হয়। স্বাভাাবিক কারণে, আমরা ঢুকতে দিতে পারিনি। রাস্তায় প্রচুর মানুষ ছিল। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছিল। ধাক্কাধাক্কিতে ৮-১০ জন লোক পড়ে যায়। বেশ কয়েকজন আহত হয়।"

কী হয়েছিল যুবভারতীতে ?

কয়েক মাস ধরেই মেসি ম্যানিয়ায় ভুগছিল কলকাতা। ১৩ ডিসেম্বর যুবভারতীতে ফুটবলের রাজপুত্র পা দিতেই, সেই উন্মাদনার মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু মেসি মাঠ ছাড়তেই উন্মাদনার ছবিটা মুহূর্তে বদলে যায় চরম বিশৃঙ্খলায়। মেসিকে ঘিরে যে আবেগ...  তা ক্রমে পরিণত হয় অস্বাভাবিক ক্রোধ.. রোষে। যুবভারতীতে জ্বলে আগুন ! ভেঙে উপড়ে ফেলা হয় ক্য়ানোপি, স্টেডিয়াম থেকে মাঠে ধেয়ে আসে রাশি রাশি জলের বোতল। তাণ্ডব সামলাতে কার্যত পর্যুদস্ত হতে হয় পুলিশকে।