শান্তনু নস্কর, গোসাবা (দক্ষিণ ২৪ পরগনা): দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paraganas) গোসাবায় (Gosaba) এক যুব তৃণমূল নেতাকে বেধড়ক মারধর। হামলার অভিযোগ উঠেছে বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও গেরুয়া শিবিরের দাবি, শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে।


গোসাবায় আক্রান্ত যুব তৃণমূল নেতা


পঞ্চায়েত অফিসে যাওয়ার সময় আক্রান্ত হলেন যুব তৃণমূল নেতা। এই হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার বড়মোল্লাখালিতে।


বেধড়ক মারধর করা হয় যুব তৃণমূল বুথ সভাপতি হাসান মোল্লাকে। আক্রান্ত নেতার অভিযোগ, তিনি যখন রাধানগর-তারানগর পঞ্চায়েতে যাচ্ছিলেন, তখন কয়েকজন ঘিরে ধরে বাঁশ, লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে বলে তাঁর অভিযোগ।


গোসাবার আক্রান্ত যুব তৃণমূল নেতা হাসান মোল্লার কথায়, 'সেদিন যখন পঞ্চায়েতে যাচ্ছিলাম, তখন আমাকে ঘিরে মারধর করে। দা দিয়ে কোপ মারতে যাচ্ছিল, প্রাণে মারার পরিকল্পনা করেছিল। এসব বিজেপির দুষ্কৃতীরা করেছে।'


বিজেপির কী বক্তব্য?


যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে, গেরুয়া শিবিরের পাল্টা দাবি, শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই আক্রান্ত হয়েছেন যুব তৃণমূলের বুথ সভাপতি। জয়নগর সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক সন্দীপ মৃধা বলেন, 'এতে কোনওভাবেই বিজেপি জড়িত নয়। এটা একেবারেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।'


আপাতত ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন আক্রান্ত যুব তৃণমূল নেতা। ঘটনায় সুন্দরবন কোস্টাল থানায় অভিযোগ দায়ের হয়েছে।


আরও পড়ুন: Amit Shah Meets Sourav Ganguly: ভাত, রুটি, লুচি, বেগুন ভাজা, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহর নৈশভোজে শুধুই বাঙালি মেনু


অন্যদিকে, INTTUC নেতাকে বাড়িতে ঢুকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়িতে। অভিযোগ, দলেরই এক নেতার নাম করে ২ দুষ্কৃতী হুমকি দেয়। যদিও অভিযুক্ত নেতার দাবি, ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। অভিযোগ ঘিরে সরগরম এলাকা। শুক্রবার সকালে অভিযোগকারী INTTUC নেতা মিছিল করে গিয়ে অভিযোগ দায়ের করেন কোতোয়ালি থানায়।