কুলতলি (দক্ষিণ ২৪ পরগনা): দিনভর চেষ্টার পর অবশেষে (South 24 Paraganas) কুলতলিতে (Kultali) খাঁচাবন্দি হল বাঘ (Tiger)। গতকাল সকালে কুলতলির পেটকুলচাঁদ সেতুর কাছে গ্রাম সংলগ্ন নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সেখানে যান বন দফতরের কর্মীরা। গোটা এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হয়। সন্ধেয় পাতা হয় খাঁচা। শেষপর্যন্ত খাঁচাবন্দি হয় বাঘ। বন দফতর সূত্রে খবর, প্রাথমিক চিকিত্সার পর সুস্থ হলে বাঘটিকে সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। গত কয়েকমাসে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথরপ্রতিমা, রায়দিঘি, কুলতলি-সহ একাধিক জায়গায় রয়্যাল বেঙ্গলের দেখা মেলে।
কিছুদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার (রায়দিঘিতে (Raidighi) বাঘের আতঙ্ক (Tiger Fear)। নদীর চরে মিলেছে বাঘের পায়ের ছাপ। রয়্যাল বেঙ্গলের (Royal Bengal Tiger) খোঁজে এলাকায় তল্লাশি চালান বন আধিকারিক ও কর্মীরা। ফের নদীর চরে পায়ের ছাপ!রাস্তার ওপর বাঘ দেখার দাবি!আর এসব ঘিরেই, দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির দমকল গ্রামে ছড়িয়েছিল বাঘের আতঙ্ক! গত ২ মাসের মধ্যে এই নিয়ে ৬ বার। স্থানীয় এক গ্রামবাসীর দাবি, রাত ৯টা নাগাদ ভেড়ি পাহারা দিতে যাওয়ার সময় রাস্তার উপরেই বাঘকে শুয়ে থাকতে দেখে চমকে ওঠেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির বাসিন্দা পঞ্চানন হালদার বলেন, আমি ভেড়ি পাহারা দিতে যাচ্ছিলাম। আলো জ্বাললাম, দেখি রাস্তায় শুয়ে আছে বাঘ। চোখ জ্বলজ্বল করছে। মাটিতে লাঠি মারলাম। চিৎকার করলাম। বাঘটা লাফ দিয়ে জঙ্গলের দিকে চলে গেল।
রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দফতরের কর্মী ও আধিকারিকরা। আসে পুলিশও। রাত পাহারা শুরু করেন গ্রামবাসীরা। পরের দিন ঠাকুরান নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান বন কর্মীরা। নদী লাগোয়া জঙ্গলে ঢুকে বাঘের খোঁজ চালান তাঁরা। বাঘের দেখা না মিললেও আতঙ্ক কাটেনি গ্রামবাসীদের। স্থানীয় বাসিন্দা ইয়াসিন গাজি বলেছিলেন, আমরা বাঁশ-লাঠি নিয়ে পাহারা দিচ্ছি। বাঘের খোঁজ চলছে। খুব আতঙ্কে রয়েছি। জেলার মুখ্য বন আধিকারিক জানিয়েছিলেন, বাঘের খোঁজে তল্লাশি চলছে। তবে মনে হচ্ছে বাঘটি জঙ্গলে ফিরে গিয়েছে।
এর আগে গোসাবার সাতজেলিয়া, লাহিড়িপুর...কুমিরমারি ...বালি ...পাথরপ্রতিমার শ্রীপতিনগরে বাঘের আতঙ্ক ছড়িয়েছিল। কয়েক জায়গায় বাঘ ধরাও পড়ে।