রঞ্জিৎ হালদার, বারুইপুর: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে (Baruipur) সাত সকালে
এদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলেন শিবানী ও তার সঙ্গী মুর্শিদা। সেই সময় ক্যানিং থেকে বারুইপুরগামী একটি মুরগি বোঝাই মিনি ট্রাক ধাক্কা মারে তাঁদেরকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিবানীর। গুরুতর জখম হন মুর্শিদা ঢালী। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতাল ও পরে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় মুর্শিদার। অন্যদিকে, ঘাতক গাড়িটিকে স্থানীয়রা আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
কিছুদিন আগেই দক্ষিণ ২৪ পরগনায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুই ভাইয়ের। ঘটনাটি ঘটেছিল কুলপি থানার কচুবেড়িয়ার কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত ১২ টা নাগাদ হটুগঞ্জের বাসিন্দা সুজয় মন্ডল ও বিজয় মন্ডল বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় কচুবেড়িয়া মোড়ে উল্টো দিক থেকেএ কটি ট্রাক তাঁদেরকে সজোরে ধাক্কা মারে। পরে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ২ জনকে মৃত বলে জানায়। সুজয় ও বিজয় সম্পর্কে খুড়তুতো ভাই। এই ঘটনায় ঘাতক গাড়িটিকে আটক করে কুলপি থানার পুলিশ। পাশাপাশি দেহ দুটি ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয়।
এর আগে, ক্যানিংয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু সাইকেল আরোহীর। বালি বোঝাই লরি চাপা দিয়ে চলে যায় প্রভাত কুমার নস্কর (৪৪) নামে ওই সাইকেল আরোহীকে। ওই দিন সকাল আটটা নাগাদ ঘটনাটি ঘটেছ ক্যানিংয়ের ধোলিরবাটি মোড়ে। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘাতক লরিটির খোঁজে শুরু হয় তল্লাশি।