দক্ষিণ ২৪ পরগনা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে চালু হচ্ছে ‘ডক্টর্স অন হুইল’। দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Pargana) কাল থেকেই চালু হচ্ছে ‘ডক্টর্স অন হুইল। স্বাস্থ্য দফতরের সহযোগিতায় চালু হচ্ছে এই পরিষেবা। দক্ষিণ ২৪ পরগনার South 24 Pargana) ৫টি ব্লকে ঘুরবেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। সোমবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানালেন দক্ষিণ ২৪ পরগনার সিএমওএইচ।
রাজ্যে রোজই বাড়ছে করোনা সংক্রমিতের (Covid-19) সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে তাই তৎপর প্রশাসন (West Bengal Government)। আজই রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ১৯ হাজারেরও বেশি মানুষ। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৯ হাজার ২৮৬। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে।
কলকাতায় একদিনে ৫ হাজার ৫৫৬ জন সংক্রমিত, ৪ জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় একদিনে ৪ হাজার ২৯৭ জন সংক্রমিত, ২ জনের মৃত্যু। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে ১ হাজার ২৫৫জন সংক্রমিত, ৩ জনের মৃত্যু। পূর্ব বর্ধমানে একদিনে ৬১৬ জন করোনা আক্রান্ত, ২ জনের মৃত্যু। পশ্চিম বর্ধমানে একদিনে ১ হাজার ৮ জন সংক্রমিত, ২ জনের মৃত্যু। রাজ্যে গতকালের তুলনায় কমেছে করোনা টেস্টের সংখ্যাও।
আরও পড়ুন: Corona Patient Missing: ভুয়ো ফোন নম্বর, ঠিকানা! উলুবেড়িয়ায় নিখোঁজ ১৮ করোনা আক্রান্ত
এই পরিস্থিতিতে ভোট বন্ধের মত প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'কোভিড পরিস্থিতিতে রাজ্যে আগামী ২ মাস সব কিছু বন্ধ রাখা উচিত। নির্বাচন বন্ধ রাখা উচিত, এটা আমার ব্যক্তিগত মত।' গতকাল অর্থাৎ শনিবার আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অডিটোরিয়ামে বৈঠকের পর বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দুমাস ডায়মন্ডহারবার সংসদীয় এলাকায় কোনও রাজনৈতিক সমাবেশ নয়। করা যাবে না বড় আকারের কোনও ধর্মীয় সমাবেশও। বলেন অভিষেক। তাঁকে সমর্থন জানিয়েছে চিকিৎসক মহলও। চিকিৎসক কুণাল সরকার ট্যুইট করে সহমত জানিয়েছেন অভিষেককে।