জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: সাত সকালে নিয়ন্ত্রণ হারিয়ে পর পর কয়েকজন সাইকেল আরোহীকে ধাক্কা মেরে রাস্তার পাশে নয়নজুলিতে পড়ল অ্যাম্বুলেন্স। ঘটনায় মৃত ১ আহত  ৩। ঘটনাটি  ফলতা থানার দোস্তিপুর মোড় ১১৭ নং জাতীয় সড়কে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কলকাতার দিক থেকে একটি ফাঁকা অ্যাম্বুলেন্স ডায়মন্ড হারবারের দিক আসছিল। দোস্তিপুর মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন  সাইকেল আরোহীকে  ধাক্কা মেরে রাস্তার পাশে নয়নজুলিতে নেমে যায় অ্যাম্বুলেন্সটি। ঘটনায়  রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দোস্তিপুর মোড় এলাকায়। পরে  ঘটনাস্থলে ফলতা থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি আহতদেরকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে পাঠায়।  ঘটনার পর পলাতক অ্যাম্বুলেন্স চালক। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনায় আহত ৩ সাইকেল আরোহী  ফলতার  বাসিন্দা। আজ  সকালে ফলতার কোম্পানিতে কাজের উদ্দেশ্যে বেরিয়েছিল তারা। অন্যদিকে নিহত যুবকের পরিচয় জানায়নি পুলিশ।


কসবায় ব্যবসায়ীকে অপহরণ


সিন্ডিকেট-বিবাদে বাঁশদ্রোণীতে দুই প্রোমোটারের গুলিবিদ্ধ হওয়ার রেশ মেলাতে না মেলাতেই এবার ভরদুপুরে কসবার অ্যাক্রোপলিস মলের কাছ থেকে বারাসাতের ইটভাটা ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠল। পুলিশ (Police) পরিচয়ে কসবা এলাকা থেকে ব্যবসায়ীকে (Businessman) অপহরণের অভিযোগ। কয়েকঘণ্টার মধ্যে টালিগঞ্জ (Tollygunj) থেকে উদ্ধার করা হয় তাঁকে। ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, গতকাল কসবার (Kasba) অ্যাক্রোপলিস মলের (Accropolice Mall) কাছ থেকে পুলিশ পরিচয় দিয়ে বারাসতের ইটভাটা মালিককে গাড়ি করে তুলে নিয়ে যায় কয়েকজন দুষ্কৃতী। ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। 


মিড ডে মিল রান্নার সময় অগ্নিকাণ্ড কোলাঘাটের স্কুলে


পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur News) কোলাঘাটের (Kolaghat School Fire) যোগীবেড়-কুমারহাট প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। বৃহস্পতিবার সকালে সেখানেই মিড ডে মিল রান্নার সময় অঘটন ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রান্নার সময় গ্যাস ওবেনে যখন আগুন জ্বালানোর চেষ্টা চলছিল, সেই সময় আচমকাই গ্যাসের সিলিন্ডারের মুখের কাছটিতে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বেশ কিছুদূর পর্যন্ত। তাতেই আতঙ্ক ছড়ায় এলাকায়।