হিন্দোল দে ও সন্দীপ সরকার, ভাঙড়: ফের বিতর্কে জড়ালেন ভাঙড়ের তৃণমূল ব্লক সভাপতি শাহজাহান মোল্লা। এবার জুয়ার বোর্ডে বসে থাকা অবস্থায় ভাইরাল হল তৃণমূল নেতার ভিডিও। হাতে ৫০০ টাকার বান্ডিল! জুয়ার আসরে বসে রয়েছেন ভাঙড়ের ব্লক তৃণমূল সভাপতি শাহজাহান মোল্লা। এই ভিডিও ভাইরাল হতেই ফের বিতর্কে তৃণমূল নেতা। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।


ভিডিয়োয় কী দেখা গিয়েছে?
ভাইরাল হওয়া ভিডিও দেখা যাচ্ছে, একটি ঘরে কয়েকজন বসে জুয়া খেলছেন। সেখানেই একটি গোলাপি রঙের জামা পরে বসে রয়েছেন ভাঙড় ১ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি শাহজাহান মোল্লা। তাঁর হাতে রয়েছে একটি ৫০০ টাকার বান্ডিল। শুধু বসে খেলা দেখা নয়, ভিডিওতে দেখা যাচ্ছে ওই নেতা জুয়ো খেলছেন। সেখানেই দেখা যাচ্ছে উঠে গিয়ে টাকাও তুলছেন। দিন কয়েক আগে সামনে এসেছিল তৃণমূলের ভাঙড় এক নম্বর ব্লকের সভাপতি শাহজাহান মোল্লার এই ভাইরাল ভিডিও। জুয়ার বোর্ডে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি অভিযুক্ত তৃণমূল নেতা শাহজাহান মোল্লা।


আগেও অভিযোগ:
এর আগেও আরও একটি ভাইরাল ভিডিয়োতে নাম জড়িয়েছিল ভাঙড়ের এই তৃণমূল নেতার। সেবার এক বাসিন্দাকে গুলি করার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তখন ভাঙড়ের এক বাসিন্দা অভিযোগ করেছিলেন, বছরখানেক ধরে তাঁর পৈত্রিক জমি দখলের চেষ্টা করছেন তৃণমূলের ব্লক সভাপতি শাহজাহান মোল্লা। তাতে বাধা দিচ্ছিলেন ওই ব্যক্তি। ওই ব্যক্তির অভিযোগ, জমি দখলের বিরুদ্ধে তিনি বারবার রুখে দাঁড়ানোয় গত বছরের মে মাসে দলবল নিয়ে তাঁকে খুনের হুমকি দেন তৃণমূল নেতা। হুমকি দেওয়ার পাশাপাশি মারধর করারও অভিযোগ ওঠে। যদিও সেই ভাইরাল ভিডিও সত্যতা মানতে চাননি তৃণমূল নেতা শাহজাহান। 
এবার ফের আরও একটি ভিডিয়ো ঘিরে শোরগোল তুঙ্গে।


শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।


আরও পড়ুন: কলকাতায় আরও এক চিটফান্ডের পর্দাফাঁস, ২ হাজার কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত গ্রেফতার