শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। তার আগে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে সতর্কমূলক ব্যবস্থা। সুন্দরবনের (sundarban) গোসাবার বিভিন্ন নদী ঘাট থেকে মাইকিং করে কৃষক থেকে মৎসজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। গত কয়েকটি প্রাকৃতিক বিপর্যয়ের থেকে শিক্ষা নিয়ে গোসাবার (gosaba) বিভিন্ন দুর্বল নদী বাঁধ গুলি মেরামতির কাজ শুরু করেছে গ্রাম পঞ্চায়েত গুলি। ঘূর্ণিঝড় জাওয়াদ এর প্রভাবে আবার কতটা ক্ষতি গ্রস্থ হবে সেই নিয়ে আতঙ্কে গোসাবাবাসী।
চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় জ়াওয়াদ ( Cyclone Jawad )। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তার লাগোয়া আন্দামান সাগর এলাকায় তৈরি নিম্নচাপ নিজের শক্তি বাড়াতে বাড়াতে শনিবার সকালে উত্তর অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) ও দক্ষিণ ওড়িশা ( Odisha on alert ) উপকূলের কাছাকাছি পৌঁছবে।
সেই পরিপ্রেক্ষিতে পূর্ব উপকূল রেলওয়ে ( East Coast Railway ) অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তিন দিনের জন্য ৯৫ টির মতো ট্রেন বাতিল করেছে। একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ২-৪ ডিসেম্বরের মধ্যে ওই জায়গা দিয়ে যাওয়া ট্রেনগুলি বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড় জ়াওয়াদ শনিবার উপকূলীয় জেলাগুলিতে আঘাত হানতে পারে বলে আইএমডি ( IMD) সূত্রে খবর।
বঙ্গোপসাগরের ওই নিম্নচাপ ঘূর্ণিঝড় জাওয়াদে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নামকরণ করেছে সৌদি আরব। জওয়াদ শব্দের অর্থ - উদার বা মহান। কিন্তু এই উদার ঘূর্ণিঝড়ের আশঙ্কাতেই এখন ঘুম ছুটেছে সবার। এরাজ্যে আছড়ে না পড়ার পূর্বাভাস থাকলেও উদ্বেগ বাড়ছে বাংলায়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা এবং হাওড়াতেও হতে পারে ভারী বৃষ্টি। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে রবিবার। রবিবার দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা এবং হাওড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
আরও পড়ুন: যাতায়াতের আধুনিক ব্যবস্থা, ইস্ট-ওয়েস্ট মেট্রোয় মিলবে QR Code-এর সুবিধা