সুকান্ত দাস, কুলতলি: ধর্মীয় অনুষ্ঠান ঘিরে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) কুলতলিতে (Kultali) সংঘর্ষে জড়াল তৃণমূল (TMC)ও বিজেপি (bjp)। গতকাল রাতে কুলতলির সোনাটিকারি এলাকায় এই ঘটনা ঘটে। দু’পক্ষের ৬ জন আহত হন। তৃণমূলের অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন তাদের সমর্থকদের ওপর চড়াও হয় বিজেপি সমর্থকরা। বাঁশ-লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। ঘটনায় রাজনৈতিক যোগ অস্বীকার করে বিজেপির দাবি, অনুষ্ঠান ঘিরে বচসা, তাই নিয়েই মারামারি। এই ঘটনায় দু’পক্ষের কেউই কুলতলি থানায় কোনও অভিযোগ দায়ের করেনি।           

  


তৃণমূল-বিজেপি সংঘর্ষ ক্যানিং-এও: কিছুদিন আগেই কালীপুজোর দখলদারি নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় দু'দলের বাগযুদ্ধের পারদ আরও চড়েছিল ক্যানিংয়ে। গত রবিবার আহত দলীয় কর্মীকে ন্যাশনাল মেডিক্যালে দেখতে গিয়ে তৃণমূলকে (TMC) আক্রমণ শানান বিজেপি নেতা সজল ঘোষ। পাল্টা জবাব দিয়েছে শাসক শিবির।                                                      


গ্রামে কালীপুজো করা নিয়ে শনিবার ক্যানিংয়ে তৃণমূল আর বিজেপির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে।  গ্রামের নির্দিষ্ট জায়গায় কালীপুজো করবে কারা? তা নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষে শনিবার তুলকালাম ঘটে যায় ক্যানিংয়ের গোলাবাড়ির বুদোখালি এলাকায়। 


পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছয়, কড়া মেজাজে রাস্তায় নামতে হয় ক্যানিং থানার পুলিশকে। কালীপুজোর দখলদারি নিয়ে এই অশান্তির ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে বাড়িতে ঢুকে হামলার অভিযোগ করে বিজেপি। সংঘর্ষে দু'পক্ষের ৮ জন আহত হন। আঘাত গুরুতর হওয়ায় বিজেপি কর্মী পালান সর্দারকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।             


আহত দলীয় কর্মীকে রবিবার হাসপাতালে দেখতে যান বিজেপি নেতা সজল ঘোষ।বিজেপি কর্মী এখন স্থিতিশীল আছেন জানিয়ে তৃণমূলকে নিশানা করেন তিনি। পাল্টা জবাব এসেছে শাসক শিবির থেকেও।


কলকাতা থেকে জেলা, বিভিন্ন ক্লাবের বারোয়ারি দুর্গাপুজোর রাশ হাতে রাখা নিয়ে তৃণমূল-বিজেপির অনুদান-রাজনীতি ও দুই দলের একে অপরকে আক্রমণ এবার শারদোৎসবে অন্য রাজনৈতিক মাত্রা যোগ করেছিল। 


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।