সত্যজিৎ বৈদ্য ও হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যে চলছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2023)। পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য মাইক ব্যবহারের ওপর রয়েছে বিধিনিষেধ। রাজপুর-সোনারপুর পুরসভার (Rajpur-Sonarpur Municipality) হরিনাভিতে সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তারস্বরে মাইক বাজিয়ে গভীর রাত পর্যন্ত চলল ক্রীড়া প্রতিযোগিতা।


অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত শব্দ বিধি লঙ্ঘন করে চলে ক্রিকেট প্রতিযোগিতা। অংশ নেন এলাকার পুর কর্তা থেকে পুলিশের আধিকারিকরা (Police Officials)। এমনকি মাঠে নামে বিধায়কের (MLA) দলও। যদিও, শব্দ বিধি লঙ্ঘনের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আয়োজক সংস্থা শ্রী গণেশায় নমঃ। পুলিশ (Police) সূত্রে দাবি, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাইক বন্ধ করে দেওয়া হয়। টুর্নামেন্টে অংশ নেওয়া বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লার দাবি, আমি খেলেছি। কিন্তু সেখানে মাইক বাজছিল না। মাঝে মধ্যে ঘোষণা হচ্ছিল।  


আরও পড়ুন- অ্যাডিনো আতঙ্কের মাঝে সঙ্কটজনক শিশুদের চিকিৎসায় জেলায় তৈরি হচ্ছে ICU পরিকাঠামো


কিছুদিন আগেই আনন্দের অছিলায় জুলুমবাজির অভিযোগ উঠেছিল পুরুলিয়ায়। শব্দ দৌরাত্ম্যের প্রতিবাদ করার মাসুল ৭ হাজার টাকা জরিমানা। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল পুরুলিয়ার (Purulia) শ্যামপুর গ্রামে। অভিযোগ, সরস্বতী পুজোর বিসর্জনে তারস্বরে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল। ১৫ বছরের মেয়ের হার্টের অসুখের কথা জানিয়ে তাতে আপত্তি জানিয়েছিলেন এক মহিলা। অভিযোগ, ওই দিন রাতেই মহিলার বাড়িতে গিয়ে তাঁকে গালিগালাজ করেন কয়েকজন। জোরে সাউন্ডবক্স বাজানোতে আপত্তি করায় মহিলার পরিবারকে ৭ হাজার টাকা জরিমানা চাওয়া হয়। জরিমানা না দিলে পরিবারকে গ্রাম ছাড়া করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এর পর, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পুরুলিয়া জেলা শাখার দ্বারস্থ হন মহিলা। ওই সংগঠনের তরফে পুরুলিয়ার পুলিশ সুপারকে লিখিত ভাবে অভিযোগ জানানো হয়। অভিযোগের প্রেক্ষিতে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ বুধবার রাতে ৩ জন গ্রামবাসীকে গ্রেফতার করে। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আমাদের কাছে অভিযোগ এসেছে, তখন লোকাল থানার আইসি-কে বলি, নির্দিষ্ট করে অভিযোগ এসেছে। তিনজনকে গ্রেফতার (Arrested) করেছে।' শব্দদৈত্যের অত্যাচারের প্রতিবাদ করায় হামলার অভিযোগ, এরাজ্যে আগেও একাধিকবার উঠেছে। সেই ট্র্যাডিশন যে বদলায়নি পুরুলিয়ার ঘটনা তা আরও বুঝিয়ে দিয়েছিল। যারপর মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ফের একবার মাইক-তাণ্ডবের অভিযোগ উঠল।