দক্ষিণ ২৪ পরগনা: মগরাহাটের করিমাবাদে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। পরিত্যক্ত বাড়ি থেকে ৪০টি তাজা বোমা উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু করেছে মগরাহাট থানার পুলিশ। খবর পাওয়া মাত্রই বোমাগুলি নিষ্ক্রীয় করতে ঘটনাস্থলে পৌঁছয় সিআইডির বম্ব স্কোয়াড।
গত ২০ সেপ্টেম্বর ড্রোনের সাহায্যে তল্লাশি চালিয়ে মুর্শিদাবাদের বেলডাঙা থেকে জারভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। গত কয়েকদিন ধরে সুজাপুরের তাতলা এলাকায় বোমাবাজি চলেছে। এলাকায় আরও বোমা, অস্ত্র মজুত রয়েছে কি না জানতে ড্রোনের সাহায্যে তল্লাশি শুরু করে পুলিশ। ১৯ সেপ্টেম্বর বাঁশবাগানের মাটি খুঁড়ে জারভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। খবর দেওয়া বম্ব ডিসপোজাল স্কোয়াডকে।
অগাস্টে কলকাতা থেকে গয়াগামী দূরপাল্লার বাস থেকে ৩০টি তাজা বোমা উদ্ধার হয়। গোপন সূত্রে খবর পেয়ে মধ্যরাতে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডি চেকপোস্টে বাসটিকে আটক করে কুলটি থানার পুলিশ। বাসটিতে তল্লাশি চালিয়ে ৩০ টি তাজা বোমা উদ্ধার করা হয়। সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশ। এই ঘটনায় বাসযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।
গত ১৪ অগাস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে বর্ধমানের বালিঘাট এলাকার পরিত্যক্ত একটি রাইসমিল থেকে একটি প্লাস্টিকের জার মিলেছে। সেই জার থেকেই উদ্ধার হয়েছে বোমা। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিআইডির বোম ডিসপোসাল স্কোয়াড। রাইসমিলের ভিতরে একটি চৌবাচ্চার মধ্যে থেকে জারটি উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থল খাগড়াগড় থেকে মেরেকেটে ২ কিমি দূরেই বালিঘাট। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই রাইসমিলটি বন্ধ অবস্থায় পড়ে ছিল। এ দিকে লোকজন না আসায় আগাছায় ভরে গিয়েছিল জায়গাটি। গতকাল বিকেলে এক যুবক জঙ্গলে মধু সংগ্রহ করতে যায়। তখনই তাঁর নজরে আসে জারটি। জঙ্গল থেকে বেরিয়ে স্থানীয়দের জানালে, স্থানীয়রাই পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ। বম্ব ডিসপোসাল স্কোয়াডকেও খবর দেওয়া হয়।
প্রাথমিকভাবে স্থানীয়রাও অনুমান করেছিলেন, আর তাতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। বোমা উদ্ধারের খবরে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এরপর পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয়দের অনুমানই সঠিক। জারের ভিতরে বোমা রাখা রয়েছে বলেই জানিয়েছে ডিসপোসাল স্কোয়াড। বোমাগুলি উদ্ধার করে ডিসপোস করবে বম্ব ডিসপোসাল স্কোয়াড। কী কারণে এবং কারা এই কাজ করে তা খতিয়ে দেখা শুরু হয়।