কলকাতা: ‘৩০ বছরে এত বৃষ্টি কোনওদিন হয়নি, মানুষের যাতে অসুবিধা না হয়, সেই চেষ্টা করি সবসময়’ একবালপুরে নির্বাচনী প্রচারে গিয়ে এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দু-দিনের টানা বৃষ্টি কার্যত বানভাসি গোটা কলকাতা। এ নিয়ে প্রশাসনের দিকে আঙুল তুলেছে বিরোধীরা। এ প্রসঙ্গে একবালপুরের জনসভা থেকে মমতার বার্তা, 'আগে বৃষ্টি হলে কেউ বাড়ি থেকে বেরোতে পারত না। এবার এত বৃষ্টি হয়েছে যে, সব নদী-পুকুর ভরে গিয়েছে। আমার সময়কালে সাড়ে ৩ লক্ষ পুকুর কাটা হয়েছে।’
তুমুল বৃষ্টির কারণে গতকাল একবালপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা বাতিল হয়েছিল। জানানো হয় মঙ্গলবার বাতিল হওয়ায় বুধবারই পরপর একবালপুর এবং চেতলায় সভা করবেন ভবানীপুর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা বিপর্যস্ত গোটা কলকাতা। মঙ্গলবার একবালপুরেও জল থইথই অবস্থার কারণে সভা বাতিলে বাধ্য হয় তৃণমূল। সকাল থেকে জল বের করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। শেষে বুধবার চেতলার সভার আগে এখানে সভার সিদ্ধান্ত নেওয়া হয়।
মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের এই সভা বাতিলের ঘটনাকে কটাক্ষ করে বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'আজ ভেনিসে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রচার করা হল না। আমরা অনুরোধ করব রাজ্য সরকারের তরফে দুয়ারে নৌকা প্রকল্প চালু করুক।'
এ দিন মমতা আরও বলেন, সাংসদ হওয়ার নির্বাচনে লড়ার সময়ও আপনারা আমার পাশে ছিলেন, মুখ্যমন্ত্রী হওয়ার সময়ও আপনারা আমার সঙ্গে ছিলেন। নন্দীগ্রামে আমাকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে। আমার ভাগ্যে লেখা ছিল যে আমি ভবানীপুর থেকে লড়াই করি।’
আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্য়োপাধ্যায়। নিজের গড়ে খুঁটি শক্ত করতে দফায় দফায় প্রচার সারছে তৃণমূল। বুধবার প্রথমে একবালপুর এবং পরে চেতলায় নির্বাচনী প্রচারে যান মমতা বন্দ্য়োপাধ্যায়। সেখানে বিরোধী শিবিরের বিরুদ্ধে ফের একের পর এক মন্তব্য ছুঁড়েছেন তৃণমূল নেত্রী। একবালপুরে প্রচারে গিয়ে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমাকে একটা ভোট না দিলে আমাকে কিন্তু পাবেন না। একটা ভোট না পেলে কিন্তু অন্য কেউ মুখ্যমন্ত্রী হয়ে যাবেন।'
অন্যদিকে ভবানীপুরে ভোটের প্রথম প্রচারে বিজেপিকে চ্যালেঞ্জ করে মমতার মন্তব্য, 'ভোটের ময়দানে লড়াই হবে, বিজেপিকে হারাব। আমরা খেলব, জিতব, বিজেপিকে দেশ থেকে তাড়াব।' এদিন একবালপুরে প্রথম প্রচারে গিয়েই ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বলেন, 'আমার ভাগ্যেই ছিল ভবানীপুর থেকে জিতব।' পাশাপাশি নন্দীগ্রামে হার নিয়ে ফের একবার চক্রান্তের অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো।