রঞ্জিত হালদার, বারুইপুর (দক্ষিণ ২৪ পরগনা): দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)  বারুইপুরে (Baruipur) প্রাক্তন নৌসেনা কর্মীরা দেহাংশ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বাঁধল। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, শ্বাসরোধ করে প্রথমে খুন করা হয় ওই ব্যক্তিকে। তারপর দেহ লোপাটের জন্য সার্জিক্যাল কাটার দিয়ে দ্বিখণ্ডিত করা হয় দেহ। মাথা সহ দেহের ওপরের অংশ প্যাকেটে মুড়ে ফেলে যাওয়া হয়। কিন্তু মৃতের দেহের বাকি অংশ ও হাত-পায়ের খোঁজ এখনও মেলেনি। গত ১৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন উজ্জ্বল চক্রবর্তী নামে ওই ব্যক্তি। ১৫ নভেম্বর বারুইপুর থানায় মিসিং ডায়েরি করা হয়। কে বা কারা, কেন খুন করে এভাবে দেহাংশ ফেলে গেল, তা এখনও স্পষ্ট নয়। 


প্রেক্ষাপট: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)  মল্লিকপুরে পুকুর থেকে উদ্ধার হল প্রাক্তন নৌসেনার দেহাংশ। মাথা থেকে বুক পর্যন্ত উদ্ধার হলেও, কোমর থেকে বাকি অংশের খোঁজ মেলেনি। খুন করে দেহাংশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের। খুনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানা (Baruipur Police Station)। 


দিল্লিতে (Delhi) লিভ-ইন পার্টনার শ্রদ্ধা ওয়ালকরকে খুন করে, তাঁর দেহ ৩৫ টুকরো করেছিলেন আফতাব। ওই ঘটনায় যখন শিউরে উঠেছে দেশবাসী, তখনই কার্যত একই কায়দায় প্রাক্তন নৌসেনা কর্মীকে খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। ছিন্নভিন্ন পচা গলা দেহ মাথা-বুক থাকলেও, নেই হাত-পা সহ দেহের বাকি অংশ মুখ মোড়া রয়েছে প্লাস্টিকে বৃহস্পতিবার রাতে, বারুইপুরের মল্লিকপুরে পুকুর থেকে উদ্ধার হয় প্রাক্তন নৌসেনা কর্মীর দেহাংশ।


পুলিশ সূত্রে খবর, নিহতের উজ্জ্বল চক্রবর্তীর (৫৪), বাড়ি বারুইপুরেই। গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুরের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী তিয়াসা মুখোপাধ্যায়ের কথায়, এলাকার একজন দেহটি পুকুরে ভাসতে দেখে। এরপর পুলিশে খবর দিলে দেহ উদ্ধার হয়। দেহটির দু’টো হাতই কাটা ছিল। সেগুলো পাওয়া যায়নি। দেহের নীচের অংশ নেই। ঘটনায় আমরা আতঙ্কিত।  নিহতের পরিবার সূত্রে দাবি, সোমবার সন্ধেবেলা বাড়ি থেকে বেরোনোর পর আর ফেরেননি উজ্জ্বল।


অভিযোগ দায়ের: মঙ্গলবার বারুইপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে পরিবার। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে একটি পুকুর থেকে উদ্ধার হয় তাঁর টুকরো টুকরো দেহ। বারুইপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার। বাড়ি থেকে বেরিয়ে কীভাবে নিখোঁজ হয়ে গেলেন প্রাক্তন নৌসেনা কর্মী? কেন খুন করা হল তাঁকে? মৃতদেহের বাকি অংশ কোথায় গেল? খোঁজ চালাচ্ছে পুলিশ।