সোনারপুর: খিদেয় কান্নাকাটি করছিল বলে ৫ বছরের শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ পিসেমশাইয়ের বিরুদ্ধে। ওই শিশুকন্যার ৩ বছরের বোনও গুরুতর আহত অবস্থায় এনআরএস হাসপাতালে ভর্তি। নৃশংস এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। পুলিশ সূত্রে খবর, দিন চারেক আগে দুই মেয়েকে তাদের পিসেমশাইয়ের কাছে রেখে কলকাতায় পরিচারিকার কাজে যোগ দেন মা। তাঁর সঙ্গে কাজে এসেছিলেন দুই শিশুর পিসিও। অভিযোগ গতকাল খিদেয় দুই বোন কান্নাকাটি শুরু করলে ৫ বছরের শিশুকন্যার মাথা সজোরে দেওয়ালে ঠুকে দেন পিসেমশাই। তারপর তাকে শ্বাসরোধ করে খুন করা হয়। শ্বাসরোধের চেষ্টা হয় ৩ বছরের শিশুরও। আহত অবস্থায় সে হাসপাতালে ভর্তি। পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত পিসেমশাইকে।  


গতকালও একশিশুকে অপহরণ করে খুনের ঘটনা প্রকাশ্যে আসে। বাড়ির কাছের দোকানে বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজ হয় শিশু। এর ২ দিনের মধ্যে মৃতদেহ উদ্ধার। পারিবারিক শত্রুতার জেরেই অপহরণ ও খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশ।


৫ বছরের বাচ্চাকে অপহরণ করে খুন!খোদ প্রতিবেশীই অভিযুক্ত। নিহত শিশুর বাড়ির ঢিল ছোড়া দূরত্বেই খুনে অভিযুক্তর বাড়ি!রবিবার দুপুরে শিশুর নিখোঁজ হওয়ার অভিযোগ থানায় জানায় পরিবার। সোমবার ভোর রাত পর্যন্ত এলাকায় তল্লাশি চালায় পুলিশ, স্নিফার ডগ এনে খোদ অভিযুক্তের বাড়িতেও তল্লাশি চালানো হয়। অভিযুক্তকে দফায় দফায় জিজ্ঞাসাবাদও চলে। 


অথচ তখনও খোঁজ মেলেনি একরত্তির। অবশেষে মঙ্গলবার সকালে, সেই অভিযুক্তর বাড়ির অ্যাসবেসটসের ছাদ থেকেই উদ্ধার হয় ৫ বছরের শিশুর ত্রিপলে জড়ানো মৃতদেহ। এই পরিস্থিতিতে গ্রামবাসীদের একাংশের প্রশ্ন, তাহলে পুলিশ কী করছিল? 


বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীর কথায়, আমরা বাড়ি চেক করেছি। গ্রামের স্থানীয় ছেলেরাও ছিল। আমি রাত সাড়ে ৩টে, ৪টেয় এখান থেকে গেছি। স্নিফার ডগ নিয়ে আসার ব্যবস্থা করা হয়। অ্যাসবেসটসের চাল ছেলেদের জিজ্ঞেস করুন আমরা চেক করেছি।


স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি নিহত শিশুর বাবাকে অভিযুক্ত মহিলা হুমকি দিয়ে বলেছিলেন, এক মাসের মধ্যেই প্রতিশোধ নেব কিন্তু সেই প্রতিশোধের চেহারাটে যে এরকম হবে, তা দুঃস্বপ্নেও ভাবতে পারেনি কেউ! নিছকই পারিবারিক শত্রুতার জেরে প্রতিবেশীর ৫ বছরের ছেলেকে অপহরণ করে খুনের যে অভিযোগ উঠেছে! তাতে  হতবাক সকলে!


সম্প্রতি বাগুইআটিতে দুই কিশোরকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছে পরিচিত’রই বিরুদ্ধে!এরপর ১১ সেপ্টেম্বর বীরভূমেই টাকার জন্য বন্ধুকে খুনের অভিযোগ ওঠে বন্ধুর বিরুদ্ধে! আর এবার শান্তিনিকেতনে প্রতিবেশীর হাতে ৫ বছরের শিশুর খুনের অভিযোগ উঠল। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আরও এক শিশু খুনের ঘটনা প্রকাশ্যে। কিন্তু ঠিক কী কারণে শান্তিনিকেতনের শিশুকে খুন করা হল? কীভাবে খুন করা হল? পুলিশি তদন্তের সময় দেহ কি অন্য কোথাও লুকিয়ে রাখা হয়েছিল? এগুলোর উত্তর খুঁজছে তদন্তকারীরা।